দিল্লির বাতাসে বিষাক্ত ধোঁয়াশা, বন্ধ স্কুল-কলেজ
মৌসুমের সবচেয়ে বড় বায়ুদূষণের কবলে ভারতের রাজধানী নয়াদিল্লি। প্রতিদিনই অবনতি হচ্ছে বাতাসের মান। তবে বাতাসের মান খুব খারাপ পর্যায়ে পৌঁছে যাওয়ায় এবার নয়াদিল্লির স্কুল বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ। দেশটির রাজধানীর বাতাসে বিশ্ব স্বাস্থ্য সংস্থার বেঁধে দেওয়া মানদণ্ডের চেয়েও ৫৭ গুণ বেশি বিষাক্ত মাইক্রোপার্টিকেল বা ক্ষুদ্র কণা পিএম ২.৫ এর উপস্থিতি শনাক্ত হয়েছে। সোমবার ভোরে বিষাক্ত মাইক্রোপার্টিকেলের পরিমাণ গ্রহণযোগ্য মাত্রার চেয়ে ৩৯ গুণ বেশি ছিল। গভীর, ধূসর ও কটু গন্ধযুক্ত ধোঁয়াশার চাদরে আবৃত ছিল শহর। এ পরিস্থিতিতে শহরবাসীর স্বাস্থের কথা বিবেচনা করে সব স্কুল-কলেজ বন্ধ করা হয়েছে। পরবর্তী ঘোষণা