দিল্লির বায়ু দূষণ চরমে

ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বায়ুদূষণ আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরজুড়ে ঘন ধোঁয়াশা দেখা যায়, যার ফলে বহু এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্যমতে, সকাল ৮টায় দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৯০, যা ‘অতি খারাপ’ হিসেবে বিবেচিত। কিছু এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ—নন্দর বিহার, ঘাজিপুর, জাহাঙ্গিরপুরি ও রোহিনীতে একিউআই ৪৩০–৪৪০ ছাড়িয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়। ভোরের দিকে ধোঁয়া ও হালকা কুয়াশা মিলে দৃশ্যমানতা আরও কমে যায়। সিপিসিবির মানদণ্ড অনুযায়ী, একিউআই ৩০০ ছাড়ালেই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ‘অতি খারাপ’ বাতাসে দীর্ঘ সময় থাকলে সুস্থ মানুষেরও শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যা হতে পারে। তবে আপাতত দিল্লি বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিক রয়েছে, যদিও যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। শীতকালে দিল্লিতে এমন দূষণ নতুন নয়। আগের দিন শুক্রবারও একিউআই ছিল ৩৮৬। সামান্য উন্নতির আভাস মিললেও রাজধানীর বড় অংশ এখনো ঘন ও বিষাক্ত ধোঁয়ার কবলে রয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে পাল্টাপা

দিল্লির বায়ু দূষণ চরমে
ভারতের রাজধানী দিল্লি ও আশপাশের এলাকায় বায়ুদূষণ আবারও চরম পর্যায়ে পৌঁছেছে। শনিবার (১৩ ডিসেম্বর) সকালে শহরজুড়ে ঘন ধোঁয়াশা দেখা যায়, যার ফলে বহু এলাকায় দৃশ্যমানতা বিপজ্জনকভাবে কমে গেছে। কেন্দ্রীয় দূষণ নিয়ন্ত্রণ বোর্ডের (সিপিসিবি) তথ্যমতে, সকাল ৮টায় দিল্লির গড় বায়ুমান সূচক (একিউআই) ছিল ৩৯০, যা ‘অতি খারাপ’ হিসেবে বিবেচিত। কিছু এলাকায় পরিস্থিতি আরও ভয়াবহ—নন্দর বিহার, ঘাজিপুর, জাহাঙ্গিরপুরি ও রোহিনীতে একিউআই ৪৩০–৪৪০ ছাড়িয়েছে, যা ‘ঝুঁকিপূর্ণ’ পর্যায়। ভোরের দিকে ধোঁয়া ও হালকা কুয়াশা মিলে দৃশ্যমানতা আরও কমে যায়। সিপিসিবির মানদণ্ড অনুযায়ী, একিউআই ৩০০ ছাড়ালেই স্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকি তৈরি হয়। কর্তৃপক্ষ জানিয়েছে, এই ‘অতি খারাপ’ বাতাসে দীর্ঘ সময় থাকলে সুস্থ মানুষেরও শ্বাসকষ্টসহ নানা স্বাস্থ্যসমস্যা হতে পারে। তবে আপাতত দিল্লি বিমানবন্দরের সব ফ্লাইট স্বাভাবিক রয়েছে, যদিও যাত্রীদের সতর্ক থাকতে বলা হয়েছে। শীতকালে দিল্লিতে এমন দূষণ নতুন নয়। আগের দিন শুক্রবারও একিউআই ছিল ৩৮৬। সামান্য উন্নতির আভাস মিললেও রাজধানীর বড় অংশ এখনো ঘন ও বিষাক্ত ধোঁয়ার কবলে রয়েছে, যা নিয়ে রাজনৈতিক অঙ্গনেও চলছে পাল্টাপাল্টি অভিযোগ।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow