দিল্লির বায়ু বিপজ্জনক আজ, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

ভারতের দিল্লির বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে আজ। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে এবং এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য। তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩৮৬ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুর মানের স্কোর ২১৪। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। আরও পড়ুন:দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ কেন এত বেশি?বায়ুদূষণ রোধে টাস্ক ফোর্স গঠন করা হবে: পরিবেশ উপদেষ্টা তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর ১৮০ এর অর্থ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে। চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি। স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খ

দিল্লির বায়ু বিপজ্জনক আজ, ঢাকার খুবই অস্বাস্থ্যকর

ভারতের দিল্লির বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে আজ। অন্যদিকে, রাজধানী ঢাকা রয়েছে দুই নম্বরে এবং এখানকার বায়ু খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

রোববার (২৮ ডিসেম্বর) সকাল ৯টার দিকে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা এয়ার কোয়ালিটি ইনডেক্সের (আইকিউএয়ার) সূচক থেকে জানা গেছে এসব তথ্য।

তালিকার শীর্ষে অবস্থান করা দিল্লির দূষণ স্কোর ৩৮৬ অর্থাৎ সেখানকার বায়ু বিপজ্জনক পর্যায়ে রয়েছে। ঢাকার বায়ুর মানের স্কোর ২১৪। এর অর্থ দাঁড়ায় এখানকার বায়ুর মান খুবই অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

আরও পড়ুন:
দক্ষিণ এশিয়ায় বায়ুদূষণ কেন এত বেশি?
বায়ুদূষণ রোধে টাস্ক ফোর্স গঠন করা হবে: পরিবেশ উপদেষ্টা

তৃতীয় স্থানে রয়েছে পাকিস্তানের লাহোর। এই শহরটির স্কোর ১৮০ এর অর্থ এখানকার বায়ুর মান অস্বাস্থ্যকর পর্যায়ে রয়েছে।

চতুর্থ অবস্থানে রয়েছে পাকিস্তানের আরেক শহর করাচি।

স্কোর শূন্য থেকে ৫০ এর মধ্যে থাকলে বায়ুর মান ভালো বলে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ হলে মাঝারি বা সহনীয় ধরা হয় বায়ুর মান। সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয় ১০১ থেকে ১৫০ স্কোর। অন্যদিকে, ১৫১ থেকে ২০০ পর্যন্ত অস্বাস্থ্যকর হিসেবে বিবেচিত হয়। স্কোর ২০১ থেকে ৩০০ হলে খুবই অস্বাস্থ্যকর বলে বিবেচনা করা হয়। এছাড়া ৩০১-এর বেশি হলে তা দুর্যোগপূর্ণ বলে বিবেচিত হয়।

এসএনআর/এএসএম

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow