আদ-দাওয়াহ ইলাল্লাহ বা আল্লাহর পথে দাওয়াত কোনো মৌসুমি কাজ নয়। এটা একজন দাঈ বা ইসলাম প্রচারকের সার্বক্ষণিক কাজ ও আজীবনের কাজ বলে মন্তব্য করেছেন জনপ্রিয় আলেম ও আলোচক মিজানুর রহমান আজহারী।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এই মন্তব্য করেন।
মিজানুর রহমান আজহারী আরও লিখেছেন, ‘দেশে কিংবা প্রবাসে, মিম্বারে কিংবা মঞ্চে, অনলাইনে কিংবা অফলাইনে, কি-বোর্ডে কিংবা ক্যামেরার সামনে; একজন দাঈ সর্বদা কোরআনের আলো ফেরি করেন। গণমানুষকে কল্যাণের পথে আহ্বান করেন। আশাবাদী করে তোলেন হতাশায় আচ্ছন্ন বনি আদমকে। উজ্জীবিত করেন বোধ ও বিশ্বাসের পরশে।’
মিজানুর রহমান আজহারি যখন এ কথাগুলো লিখছেন, তখন দেশে ওয়াজ মাহফিলের মৌসুম শুরু হয়েছে। মাহফিলে ওয়াজের জন্য তুমুল জনপ্রিয় এ আলেম এক সময় প্রচুর ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করতেন। বিগত সরকারের আমলের শেষ কয়েক বছর দেশে আসতে না পারায় তিনি ওয়াজ মাহফিলেও অংশগ্রহণ করতে পারেননি।
সরকার পরিবর্তনের পর এখন তার দেশে আসতে বাঁধা নেই। কিন্তু এ বছরও আগের মতো অনেক ওয়াজ মাহফিলে অংশগ্রহণ করবেন না জানিয়ে কিছুদিন আগে নিজের ফেসবুক পেজে তিনি লিখেছিলেন, ‘আমি এ জমিনে কোরআনের আলো ছড়িয়ে দিতে চাই পরিকল্পিতভাবে। তাই আগের মতো জেলায় জেলায় গণহারে তাফসির প্রোগ্রাম করতে চাচ্ছিনা। আউটডোর প্রোগ্রাম সীমিত করে কিছু ইনডোর প্রোগ্রামে অংশগ্রহণ করতে চাই। পাবলিক ইভেন্ট ছাড়াও একাডেমিক এবং প্রাতিষ্ঠানিক কাজে যুক্ত হতে চাই।’
বিভাগীয় পর্যায়ে কয়েকটি মাহফিলে অংশগ্রহণ করতে পারেন জানিয়ে ড. আজহারি লিখেছিলেন, ‘আইনশৃঙ্খলা, জননিরাপত্তা, প্রটোকল, লোকেশন সিলেকশন, শ্রোতা ধারণ ক্ষমতা, অর্গানাইজিং ক্যাপাসিটি-সহ সবকিছু অনুকূল হলে পুরো দেশজুড়ে বিভাগীয় পর্যায়ে কয়েকটি প্রোগ্রামে অংশগ্রহণ করতে পারি। তবে সব কিছুই নির্ভর করবে উপযুক্ত পরিবেশ ও পরিস্থিতির ওপর।’
ওএফএফ/জেআইএম