দীপু দাস ও আয়েশা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্রকে আগুনে পুড়িয়ে হত্যা ও বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশু আয়েশা হত্যাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা। রোববার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে পুনরায় টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এসে শেষ হয়। সমাবেশে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই যার যার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে, কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে, সেই বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি আমরা দেখি ৫ আগস্ট পরবর্তী সময়ে কেউ

দীপু দাস ও আয়েশা হত্যার বিচার দাবিতে বিক্ষোভ মিছিল ছাত্রদলের

সম্প্রতি ময়মনসিংহের ভালুকায় পোশাক শ্রমিক দিপু চন্দ্রকে আগুনে পুড়িয়ে হত্যা ও বিএনপি নেতার বাড়িতে আগুন দিয়ে তার কন্যা শিশু আয়েশা হত্যাসহ দেশব্যাপী মব সন্ত্রাসের সুষ্ঠু বিচারের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ক্যাম্পাসে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাবি শাখা।

রোববার (২১ ডিসেম্বর) দুপুর পৌনে ১টার দিকে বিশ্ববিদ্যালয়ের টিএসসির পায়রা চত্বর থেকে মিছিল বের করে সংগঠনটি। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের ভিসি চত্বর, মল চত্বর, কলা ভবন, কেন্দ্রীয় লাইব্রেরি হয়ে পুনরায় টিএসসির সন্ত্রাস বিরোধী রাজু ভাস্কর্যের পাদদেশে সংক্ষিপ্ত সমাবেশের মধ্য দিয়ে এসে শেষ হয়।

সমাবেশে ছাত্রদলের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, ‘৫ আগস্ট পরবর্তী সময়ে আমরা যে বাংলাদেশ চেয়েছিলাম, যে বাংলাদেশে হিন্দু, মুসলিম, বৌদ্ধ, খ্রিষ্টান সবাই যার যার ধর্ম পালন করবে, মতাদর্শ চর্চা করবে, কর্মস্থলে থেকে দেশকে এগিয়ে নেবে, সেই বাংলাদেশ আজও বাস্তবায়িত হয়নি। একটি গোষ্ঠী পরিকল্পিতভাবে গুজব, উসকানি ও মব সৃষ্টির মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালিয়ে যাচ্ছে। যদি আমরা দেখি ৫ আগস্ট পরবর্তী সময়ে কেউ ফ্যাসিবাদের মতোই দেশকে অশান্ত করার চেষ্টা করছে, তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল চুপ করে থাকবে না তাদের শক্ত হাতে প্রতিহত করবে।’

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব বলেন, ‘বিগত দেড় বছরের অধিক সময় যে মবোক্রেসি চলমান রয়েছে তা ৫ আগস্ট পরবর্তী বাস্তবতায় একটি বিশেষ গোষ্ঠী যারা সোশ্যাল মিডিয়ার প্রপাগান্ডা বট বাহিনী এবং ইসলাম ধর্মের একটি অংশকে পুঁজি করে। যারা মবকে পুঁজি করে রাজনীতি করে তাদের প্ররোচনায় ও ইন্ধনে ময়মনসিংহের ভালুকায় একজন পোশাক শ্রমিককে হত্যার পর প্রকাশ্যে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেওয়া হল। কতটা হিংস্র কতটা নৃশংসতা সেটি ভাষায় প্রকাশ করার মত নয়। অথচ তিনি সত্যিকার অর্থে কোনো অপরাধই করেননি এবং ধর্ম অবমাননা করেননি।’

তিনি আরও বলেন, ‘এই বাংলাদেশ নিশ্চয়ই আমরা ৫ আগস্টে পরবর্তী বাস্তবতায় কখনো কল্পনাও করিনি। আমরা এই বাংলাদেশ চাইনি।’

এতে বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রদলের নাহিদুজ্জামান শিপনের সঞ্চালনায় ঢাবি শাখা ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মো. মাসুম বিল্লাহ, সহ-সভাপতি আনিসুর রহমান খন্দকার অনিক, সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক মো. নাছির উদ্দীন শাওন ও যুগ্ম-সাধারণ সম্পাদক মো. শামিম আকতার শুভ বক্তব্য রাখেন। এছাড়া ছাত্রদলের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা ওই কর্মসূচিতে অংশ নেয়। এসময় তাদের ‘আয়েশাকে পুড়িয়ে মারে, ইন্টেরিম কি করে’, ‘উই ওয়ান্ট, জাস্টিস জাস্টিস’, ‘দীপু দাসকে পুড়িয়ে মারে, প্রশাসন কি করে’, ‘নিরাপদ বাংলাদেশ, ছাত্রদলের অঙ্গীকারসহ নানা স্লোগান দিতে দেখা যায়।

প্রসঙ্গত, এর আগে ময়মনসিংহের ভালুকায় ধর্ম নিয়ে কটূক্তির অভিযোগে গত ১৮ ডিসেম্বর পোশাক শ্রমিক দিপু চন্দ্র দাসকে আগুনে পুড়িয়ে হত্যা এবং লক্ষ্মীপুরের ভবানীগণ ইউনিয়ন বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক বেলাল হোসেনের বাড়িতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ৭ বছরের শিশু কন্যা আয়শা মৃত্যুর ঘটনা ঘটে। এছাড়া দগ্ধ হন বেলালসহ তার অপর দুই মেয়ে বিথি আক্তার ও স্মৃতি আক্তার।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow