দীপু দাসের আত্মার শান্তি কামনায় সারা দেশে বিশেষ প্রার্থনা
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ডের শিকার দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি ও সদগতি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মিলন কান্তি দত্ত, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গোপাল দেবনাথ, রমেন মণ্ডল, ব্রজ গোপাল দেবনাথ, পরিমল কুমার ভৌমিক, গিরিধারী সাহা, রামানন্দ দাস, জগন্নাথ চন্দসহ অন্য ভক্তরা। প্রার্থনা সভায় ঢাকেশ্বরী মায়ের কাছে দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়।
এ ছাড়া এ দিন সারা দেশের
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে হত্যাকাণ্ডের শিকার দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি ও সদগতি কামনায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ ও মহানগর সার্বজনীন পূজা কমিটির যৌথ উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ ডিসেম্বর) দুপুরে শ্রীশ্রী ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে এই প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়।
মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি জয়ন্ত কুমার দেব এর সভাপতিত্বে এবং ঢাকেশ্বরী জাতীয় মন্দিরের পুরোহিত বিপ্লব চক্রবর্তীর পরিচালনায় প্রার্থনা সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সভাপতি বাসুদেব ধর এবং বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মনীন্দ্র কুমার নাথ।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক সন্তোষ শর্মা, মিলন কান্তি দত্ত, অশোক মাধব রায়, অধ্যাপক ড. চন্দ্রনাথ পোদ্দার, গোপাল দেবনাথ, রমেন মণ্ডল, ব্রজ গোপাল দেবনাথ, পরিমল কুমার ভৌমিক, গিরিধারী সাহা, রামানন্দ দাস, জগন্নাথ চন্দসহ অন্য ভক্তরা। প্রার্থনা সভায় ঢাকেশ্বরী মায়ের কাছে দীপু চন্দ্র দাসের আত্মার শান্তি ও সদগতি কামনা করা হয়।
এ ছাড়া এ দিন সারা দেশের জেলা ও উপজেলায় বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের উদ্যোগে বিশেষ প্রার্থনা সভা অনুষ্ঠিত হয়েছে বলে পরিষদের নেতারা জানিয়েছেন।
ময়মনসিংহের ভালুকায় ধর্ম অবমাননার অভিযোগে গত ১৮ ডিসেম্বর দীপু চন্দ্র দাসকে একদল দুর্বৃত্ত পিটিয়ে হত্যা করে গাছে ঝুলিয়ে আগুনে পুড়িয়ে দেয়। জানা যায়, নিহত গার্মেন্টস শ্রমিক দীপু চন্দ্র দাস (২৮) জেলার তারাকান্দা উপজেলার মোকামিয়া কান্দা গ্রামের রবি চন্দ্র দাসের ছেলে।