দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ ৯ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করার পরও কোনো উত্তর মেলেনি। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে থানায় ডায়েরিও করেছে সড়ক বিভাগ।   পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে দপ্তরটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা যাচ্ছে না। এতে বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন। এ বিষয়ে জানতে আবুল খায়ের সুমনকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি। এ বিষয়ে পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ কালবেলাকে জানান, তারা কোনোভাবেই সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অফিসিয়ালভাবে তাকে বিভিন্ন সময় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি

দীর্ঘ ৯ মাস অনুপস্থিত, প্রকৌশলীকে খুঁজতে থানায় জিডি

পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত এক উপ-সহকারী প্রকৌশলীর বিরুদ্ধে বিনা অনুমতিতে দীর্ঘ ৯ মাস কর্মস্থলে অনুপস্থিত থাকার অভিযোগ উঠেছে। এ ঘটনায় কর্তৃপক্ষ তাকে একাধিকবার চিঠি দিয়ে ব্যাখ্যা তলব করার পরও কোনো উত্তর মেলেনি। এমনকি তাকে কর্মস্থলে ফেরাতে থানায় ডায়েরিও করেছে সড়ক বিভাগ।  

পিরোজপুর সড়ক বিভাগ সূত্রে জানা গেছে, পিরোজপুর সড়ক উপ-বিভাগে কর্মরত উপ-সহকারী প্রকৌশলী (সিভিল) আবুল খায়ের সুমন গত বছরের ২৩ এপ্রিল থেকে এখন পর্যন্ত কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। এতে করে দপ্তরটির কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এমনকি তার সঙ্গে কোনো ধরনের যোগাযোগও করা যাচ্ছে না। এতে বাধ্য হয়ে গত বছরের ২০ মে উপ-বিভাগীয় প্রকৌশলী টি এম রাজিমুল আলীম রাজু পিরোজপুর সদর থানায় একটি সাধারণ ডায়েরি দায়ের করেন।

এ বিষয়ে জানতে আবুল খায়ের সুমনকে একাধিকবার মোবাইলে কল দিলেও তিনি রিসিভ করেননি।

এ বিষয়ে পিরোজপুর সওজের নির্বাহী প্রকৌশলী তানভীর আহমেদ কালবেলাকে জানান, তারা কোনোভাবেই সুমনের সঙ্গে যোগাযোগ করতে পারছেন না। অফিসিয়ালভাবে তাকে বিভিন্ন সময় চিঠি দেওয়া হয়েছে। কিন্তু তার পক্ষ থেকে কোনো উত্তর পাওয়া যায়নি। 

তিনি আরও জানান, বর্তমানে তার বিরুদ্ধে বিভাগীয় পদক্ষেপ চলমান রয়েছে। এছাড়া সুমন দীর্ঘদিন কার্যালয়ে অনুপস্থিত থাকার কারণে সওজের দাপ্তরিক কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow