প্রক্রিয়া শুরুর পর চার বছর পেরিয়ে গেলেও ঝুলে আছে নিয়োগ পরীক্ষার ফল। ফলে হতাশায় নিমজ্জিত হয়ে দিন পার করছেন ৬ শতাধিক ফলপ্রত্যাশী। ফলাফল প্রকাশে সরকারি কর্ম কমিশনে (পিএসসি) একাধিকবার স্মারকলিপি দিলেও কোনো সুরাহা হয়নি।
জানা যায়, শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদরাসা শিক্ষা বিভাগের অধীন কারিগরি শিক্ষা অধিদপ্তরের বিভিন্ন পলিটেকনিক ইনস্টিটিউট/টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ৯ম গ্রেডভুক্ত ইনস্ট্রাক্টর (টেক) ও ওয়ার্কশপ সুপার পদের নিয়োগ কার্যক্রম শুরু হয় ২০২১ সালে। পরবর্তী সময়ে বিপিএসসি কর্তৃক ২০২৩ সালের ১৩ মে লিখিত পরীক্ষা হয়। এরপর ২০২৪ সালের ২ জুন থেকে ২৬ জুন পর্যন্ত মৌখিক পরীক্ষা নেওয়া হয়। মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর প্রায় ৭ মাস চলে গেলেও ফলাফল প্রকাশ হয়নি। ফলাফল না প্রকাশ করায় হতাশায় নিমজ্জিত হচ্ছেন চাকরিপ্রত্যাশীরা।
ভুক্তভোগী ফলপ্রত্যাশী মামুন হাসান জাগো নিউজকে বলেন, প্রায় চার বছরেও নিয়োগ শেষ করতে পারেনি পিএসসি। এরচেয়ে দুঃখজনক আর কী হতে পারে! একই স্মারকে জুনিয়র ইনসট্রাক্টর সার্কুলার হলেও তাদের ফলাফল প্রায় দেড় মাস আগে প্রকাশিত হয়েছে। পিএসসির এমন দীর্ঘসূত্রতায় আমরা হতাশ এবং ক্ষুব্ধ। অনেকের চাকরির বয়সও শেষ হয়ে গেছে। দ্রুততম সময়ে ফল প্রকাশের দাবি জানাই। নাহলে আমরা আন্দোলনে নামতে বাধ্য হবো।
ফলাফলের ব্যাপারে জানতে চাইলে সরকারি কর্ম কমিশনের জনসংযোগ দপ্তর কোনো তথ্য জানাতে পারেনি। কয়েকজন সদস্যের সঙ্গে কথা বললে তারাও এ নিয়ে কিছু বলতে পারেননি।
এমএইচএ/এমএইচআর/জেআইএম