দীর্ঘদিনের প্রেমিকাকে বিয়ে করলেন আরমান মালিক

2 weeks ago 13

বলিউডের জনপ্রিয় গায়ক, গীতিকার, সংগীত পরিচালক ও অভিনেতা আরমান মালিক নববর্ষে ভক্তদের সুখবর দিয়েছেন। তার দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে বিয়ে করেছেন। তাদের বিয়ের অনুষ্ঠানটি খোলা বাগানে অনুষ্ঠিত হয়েছে। নবদম্পতি তাদের বিয়ের বিশেষ মুহূর্তের ছবি ইনস্টাগ্রামে শেয়ার করেছেন।

সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত বিয়ের ছবিতে আরমান মালিককে বেবি পিঙ্ক পোশাকে দারুণ লাগছে। একই সঙ্গে লাল পোশাকে নববধূর রূপে আশনাকে বেশ সুন্দর দেখা যাচ্ছে। তাদের মুখে বিয়ের উত্তেজনা ও খুশি স্পষ্ট। সোশ্যাল মিডিয়ায় ছবির ক্যাপশনে আরমান লিখেছেন, ‘তুমি আমার বাড়ি’।

আরমানের শোয়ার করা বিয়ের পোস্ট ভক্তরা শুভেচ্ছা বার্তায় ভাসাচ্ছেন। এক অনুরাগী মন্তব্য করে লিখেছেন, ‘কি ব্যাপার, মন জয় করে নিয়েছেন’। অন্য একজন শুভেচ্ছা জানিয়ে লিখেছেন, ‘বিয়ের জন্য শুভকামনা’। এছাড়া অনেকেই তাদের জুটির প্রশংসা করেছেন। তাদের ভবিষ্যৎ জীবনের জন্য শুভ কামানা জানিয়েছেন।

২০২৩ সালের আগস্টে মাসে আরমান মালিক দীর্ঘদিনের বান্ধবী আশনা শ্রফকে প্রস্তাব করেছিলেন। এরপরেই বান্ধবীর জন্য বিশেষ গান ‘কসম সে- দ্য প্রপোজাল’ প্রকাশ করেন আরমান। এরপর প্রায় দুই মাস পর, আরমান-আশনা আনুষ্ঠানিকভাবে বাগদান সম্পন্ন করেন।

আরমান মালিকের গাওয়া ‘ওয়াজ তুম হো’, ‘বোল দো না জারা’ ও ‘বাট্টা বোম্মা’ তুমুল জনপ্রিয়তা লাভ করে। তিনি ব্রিটিশ গায়ক এড শিরানের সঙ্গে ‘২স্টেপ’ গানটির নতুন সংস্করণে সহযোগিতা করেছিলেন। অন্যদিকে আশনা শ্রফ একজন বিখ্যাত ফ্যাশন এবং বিউটি ব্লগার ও ইউটিউবার হিসেবে বেশ পরিচিত। তিনি ২০২৩ সালে কসমোপলিটান লাক্সারি ফ্যাশন ইনফ্লুয়েন্সার অফ দ্য ইয়ার পুরস্কার পেয়েছিলেন।

এমএমএফ/জিকেএস

Read Entire Article