পাঁচ বছরের মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের জন্য প্রতিবার প্রবেশে থাকার অনুমোদিত মেয়াদ বাড়িয়ে দ্বিগুণ করেছে মিশর সরকার। গত বুধবার (১৭ সেপ্টেম্বর) মন্ত্রিসভার সাপ্তাহিক বৈঠকে এ সময়সীমা ৯০ দিন থেকে বাড়িয়ে ১৮০ দিন করার সিদ্ধান্ত হয়।
নতুন নিয়ম অনুযায়ী, দীর্ঘমেয়াদি ভিসাধারীরা পর্যটক রেসিডেন্স কার্ডের জন্য আবেদন করতে পারবেন, যা প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ১৮০ দিন পর্যন্ত থাকার সুযোগ দেবে। এ সময়ের মধ্যে তারা চাইলে দেশত্যাগ করে পুনরায় প্রবেশ করতে পারবেন, তবুও তাদের ভিসা বহাল থাকবে।
এর ফলে ভিসাধারীরা সরকারি বিভিন্ন সেবা গ্রহণ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানের সঙ্গে প্রয়োজনীয় কার্যক্রম নির্বিঘ্নে চালিয়ে যেতে পারবেন।
আরও পড়ুন
অভিবাসন: স্বপ্নের যাত্রা নাকি দুঃস্বপ্নের ফাঁদ?
এআই ও প্রযুক্তি খাতে যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের যুগান্তকারী চুক্তি
মিশরের পাঁচ বছরের ভিসা কী
এই বিশেষ ভিসা ১৮০ দেশের নাগরিকদের জন্য উন্মুক্ত। নিয়মিত ভ্রমণকারীদের সুবিধার্থে চালু করা এ ভিসা একবারে পাঁচ বছরের জন্য বৈধ থাকে। ভিসাধারীরা এই মেয়াদের মধ্যে বহুবার মিশরে প্রবেশ করতে পারবেন, নতুন করে আবেদন করার প্রয়োজন হবে না।
আগে প্রতিবার প্রবেশে সর্বোচ্চ ৯০ দিন থাকার অনুমতি থাকলেও নতুন সিদ্ধান্তে সেই মেয়াদ দ্বিগুণ হয়ে দাঁড়িয়েছে ১৮০ দিনে। এর ফলে মিশরে নিয়মিত আসা দীর্ঘমেয়াদি পর্যটক, ব্যবসায়ী ও প্রবাসীরা বিশেষভাবে উপকৃত হবেন বলে ধারণা করা হচ্ছে।
কেএসআর/এএসএম