দুঃসময় যেন পিছুই ছাড়ছে না পাক তারকা ক্রিকেটারের, এবার যেন হারাবেন পদটাই

4 hours ago 1
বেশ কিছুদিন আগে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ক্রিকেটারদের সঙ্গে কেন্দ্রীয় চুক্তির তালিকা প্রকাশ করে। এতে অবনমন হয় দলটির দুই তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজমের। ‘এ’ ক্যাটাগরি থেকে সরিয়ে তাদের নামানো হয় ‘বি’ ক্যাটারিতে। এই রেশ না কাটতেই এবার অধিনায়কত্ব হারানোর শঙ্কায় রিজওয়ান।  গুঞ্জন রয়েছে, সাম্প্রতিক বাজে পারফরম্যান্সের কারণে ওয়ানডে দলের অধিনায়কত্ব হারাতে পারেন রিজওয়ান। পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি জানিয়েছেন, তারকা এই ক্রিকেটারের ভবিষ্যৎ নিয়ে সিদ্ধান্ত নেবে জাতীয় নির্বাচক কমিটি।  শনিবার এক অনুষ্ঠানের ফাঁকে গণমাধ্যমের মুখোমুখি হয়ে রিজওয়ান ইস্যুতে কথা বলেন পিসিবি চেয়ারম্যান মোহসিন নাকভি। তিনি বলেন, ‘অধিনায়কত্ব নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন নির্বাচকরা। আমরা হেড কোচের কাছ থেকে শেষ ওয়ানডে সিরিজের পর একটি রির্পোট পেয়েছি। এটি বিশ্লেষণ করা হচ্ছে। আলোচনার ভিত্তিতে যা সিদ্ধান্ত হবে, সেটাই জানানো হবে।’  উল্লেখ্য, ২০২৪ সালের অক্টোবরে বাবর আজমের স্থলাভিষিক্ত হয়ে পাকিস্তানের সাদা বলের অধিনায়ক হন রিজওয়ান। অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মাটিতে ঐতিহাসিক সিরিজ জয়ে নেতৃত্ব দেন তিনি। রিজওয়ানের অধিনায়কত্বে পাকিস্তান টানা তিনটি দ্বিপক্ষীয় সিরিজ জেতে। তবে এরপর থেকে রিজওয়ানের নেতৃত্বে বাজে পারফর্ম করে দল। দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজে হারে তারা। এরপর ঘরের মাঠে চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ভালো করতে পারেনি রিজওয়ানরা। একই সঙ্গে নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বিদেশের মাটিতে দুটি তিন ম্যাচের সিরিজে হারও যুক্ত হয় রেকর্ডে। এরপর থেকেই রিজওয়ানের অধিনায়কত্ব নিয়ে ব্যাপক সমালোচনা শুরু হয়। 
Read Entire Article