দুই গ্রামবাসীর সংঘর্ষে আহত ২৭, বিএনপি নেতার শ্বশুরবাড়িতে হামলা

3 weeks ago 23

ফরিদপুরের ভাঙ্গায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই গ্রামে দফায় দফায় সংঘর্ষ হয়েছে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ২৭ জন আহত হন। সংঘর্ষে আহত এক নারীর মৃত্যুর গুজবে উপজেলা কৃষকদলের সভাপতির শ্বশুরবাড়িসহ বেশ কয়েকটি বাড়ি ও দোকানপাটে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের অভিযোগ পাওয়া গেছে।

শনিবার (২১ ডিসেম্বর) সকালে উপজেলার দিঘলকান্দা এবং বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চরকান্দা গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এলাকাবাসী ও পুলিশ সূত্র জানায়, উপজেলার চান্দ্রা ইউনিয়নের দিঘলকান্দা গ্রামের নজর আলী মোল্লা ও তার চাচাতো ভাই কবির মোল্লার মধ্যে জমি নিয়ে বিরোধের জের ধরে সংঘর্ষের ঘটনা ঘটে। এসময় উভয় পক্ষের কমপক্ষে ১০-১২ জন আহত হন। এদের মধ্যে গুরুতর আহত বাবু শেখ, আবির শেখ, মহিতন বেগম, মতিয়ার মোল্লা, সাইফুল মোল্লা ও বিপ্লব মোল্লাকে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এসময় কবির মোল্লার একটি দোকান ও নজর আলীর ভ্যানের গ্যারেজে ভাঙচুর চালান হামলাকারীরা।

jagonews24

এদিকে, আলগি ইউনিয়নের চরকান্দা গ্রামে বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ভুলুু মোল্লা ও রব মোল্লা পক্ষের লোকজনের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। এসময় উভয় পক্ষের অন্তত ১০-১৫ জন আহত হন। গুরুতর আহত শামীম মোল্লা, শাহিন মোল্লা, বাচ্চু মোল্লা, শানু বেগম, মোহাম্মদ মোল্লা, আলী মিয়াকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে অবস্থার অবনতি হলে শামীম মোল্লা, বাচ্চু মোল্লা ও রব মোল্লাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়।

সন্ধ্যার পরে রব মোল্লা গ্রুপের শানু বেগম নামের এক আহত নারীর মৃত্যুর গুজব এলাকায় ছড়িয়ে পড়লে উপজেলা কৃষকদলের সভাপতি সাঈদ মুন্সির শ্বশুর ভুলু মোল্লার বাড়িতে ব্যাপক ভাঙচুর ও লুটপাটের ঘটনা ঘটে।

আলগী ইউনিয়ন পরিষদের সদস্য শহিদ মুন্সী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে ভুলু মোল্লা ও রব মোল্লার মধ্যে পূর্ব বিরোধের জের ধরে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

চান্দ্রা ইউনিয়নের চেয়ারম্যান খালেক মোল্লা জানান, নজর আলী মোল্লা ও তার চাচাতো ভাই কবির মোল্লার মধ্যে জমিজমা ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষ সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ বিষয়ে ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকছেদুর রহমান বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে। তবে এখনো কোনো পক্ষ থানায় অভিযোগ করেনি। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

এন কে বি নয়ন/এসআর

 

Read Entire Article