দুই ঘণ্টা পর ঢাকার সঙ্গে উত্তরবঙ্গের ট্রেন চলাচল স্বাভাবিক

1 month ago 34
গাজীপুরের জয়দেবপুর লেভেলক্রসিং এলাকায় ক্ষতিগ্রস্ত ট্রেনের বগি সরিয়ে নেয়ায় দুই ঘণ্টা পর ফের ট্রেন চলাচল স্বাভাবিক হয়েছে। শনিবার (৯ আগস্ট) রাত সাড়ে ১০টার দিকে ট্রেন চলাচল শুরু হয়। এর আগে রাত সাড়ে ৮টার দিকে রাজশাহী থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে আসা পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুতের ঘটনা ঘটে। জয়দেবপুর রেলওয়ে জংশনের ১নং প্লাটফর্মে ইঞ্জিনসহ ওই ট্রেনের কয়েকটি বগি লাইনচ্যুত হয়। এতে উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল দুই ঘণ্টা বন্ধ হয়ে যায়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা।  জয়দেবপুর রেলওয়ে জংশন পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক (এসআই) নাদির উজ-জামান জানান, রাজশাহী থেকে পদ্মা এক্সপ্রেস ট্রেন ঢাকার উদ্দেশে ছেড়ে আসে। ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনের প্রবেশের জন্য রেল ক্রসিংয়ে পৌঁছায়। এ সময় হঠাৎ ট্রেনের ইঞ্জিনসহ ৩/৪টি বগি লাইনচ্যুত হয়। তবে ট্রেনটি জয়দেবপুর রেলওয়ে জংশনে থামার কথা ছিল, ফলে ট্রেনের গতি ছিল কম। এতে হতাহতের কোনো ঘটনা ঘটেনি।  তিনি আরও জানান, ট্রেনটি লাইনচ্যুত হওয়ায় রাজবাড়ী সড়কের সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। এ ছাড়া লাইনচ্যুত ট্রেনটির কারণে  উত্তরবঙ্গের সঙ্গে ঢাকার ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এরপর লাইনচ্যুত ট্রেনটির বগি ঘটনাস্থল থেকে সরিয়ে নেয়া হলে দুই ঘণ্টা পর ট্রেন চলাচল শুরু হয়। এ ব্যাপারে কর্তব্যরত স্টেশন মাস্টার আবুল হোসেন কালবেলাকে বলেন, ওয়াচম্যানের ভুল সিগন্যালের কারণে পদ্মা এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়ে পড়ে। পরে অন্য একটি ট্রেনের ইঞ্জিনের সাহায্য নিয়ে পদ্মা এক্সপ্রেস ট্রেনের পেছনের বগি সরিয়ে নেওয়া হয়।
Read Entire Article