দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫) ও অন্যজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা আরেকটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বালুবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে। গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

দুই ট্রাকের সংঘর্ষে প্রাণ গেল ২ জনের

গাইবান্ধার গোবিন্দগঞ্জে সড়কে দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। সোমবার (৫ জানুয়ারি) রাত সাড়ে ৭টার দিকে উপজেলার ঢাকা-রংপুর মহাসড়কের গুপিনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- কোচাশহর ইউনিয়নের বুনোতলা গ্রামের চান মিয়া (৫৫) ও অন্যজনের নাম-পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

প্রত্যক্ষদর্শীরা জানান, সড়কের পাশে একটি পাথরবোঝাই ট্রাক দাঁড়িয়ে ছিল। ঠিক সেই সময় দ্রুতগতিতে আসা আরেকটি বালুবাহী ট্রাক পেছন দিক থেকে সজোরে ধাক্কা দেয়। সংঘর্ষে বালুবাহী ট্রাকটির সামনের অংশ সম্পূর্ণ দুমড়ে-মুচড়ে যায়। এতে ট্রাকটির চালক ও হেলপার ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে তাদের উদ্ধার করে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ওসি মোজাফফর হোসেন বলেন, নিহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে শনাক্ত করা সম্ভব হয়নি। এ ঘটনায় আইনি ব্যবস্থা চলমান রয়েছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow