দুই ট্রেন লাইনচ্যুত, এক চালক নিহত

11 hours ago 2

রাশিয়ার পশ্চিমাঞ্চলীয় লেনিনগ্রাদ অঞ্চলে দুটি ট্রেন লাইনচ্যুত হয়েছে। রোববার ভোরে এ দুর্ঘটনা ঘটে। আঞ্চলিক গভর্নর আলেকজান্ডার দ্রোজদেনকো জানান, ওই ঘটনায় একজন ট্রেনচালক নিহত হয়েছেন। তবে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেওয়ায় বড় বিপদ এড়ানো গেছে।

গভর্নর দ্রোজদেনকো টেলিগ্রামে জানান, গ্যাচিনা জেলায় সেমরিনো স্টেশনের কাছে একটি ডিজেল লোকোমোটিভ লাইনচ্যুত হয়। দক্ষিণাঞ্চলে ১৫টি খালি ট্যাংকবাহী বগি নিয়ে চলা একটি মালবাহী ট্রেনও লাইনচ্যুত হয়েছে। খবর আল-আরাবিয়ার।

তিনি জানান, ডিজেল লোকোমোটিভের চালক কেবিনে আটকা পড়েন। উদ্ধারকর্মীরা তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। অপর মালবাহী ট্রেনের কেউ নিহত হননি। 

স্থানীয় সময় শনিবার (১৩ সেপ্টেম্বর) রাতে পশ্চিমাঞ্চলীয় ওরিওল অঞ্চলের রেললাইনে বিস্ফোরক পুঁতে রেখে বিস্ফোরণ ঘটনানো হয়। এতে তিনজন নিহত হন। ওই ঘটনার কয়েক ঘণ্টার মধ্যেই দুটি ট্রেন লাইনচ্যুত হয়। 

গভর্নর জানান, নাশকতার ঘটনার পর পরই ট্রেন দুটি লাইনচ্যুত হওয়ায় সন্দেহ বাড়ছে। ঘটনাগুলো তদন্ত করা হচ্ছে। পরে বিস্তারিত জানানো হবে।

রাশিয়ার রেলওয়ে নেটওয়ার্কে বারবার লাইনচ্যুত, বিস্ফোরণ এবং অগ্নিকাণ্ডের ঘটনা ঘটছে। এর জন্য কর্তৃপক্ষ ইউক্রেনীয় নাশকতাকারীদের দায়ী করে আসছে। তবে কিয়েভ সাধারণত এসবের দায় স্বীকার করে না। কিন্তু প্রায়ই এ ধরনের হামলার জন্য উল্লাস প্রকাশ করে।

Read Entire Article