দুই দফায় জিম্মিদের ফেরতের তারিখ জানাল ফিলিস্তিনিরা

1 month ago 24
আরও দুই দফায় জিম্মিদের ফেরত দেবে ফিলিস্তিনের স্বাধীনতাকামীদের সংগঠন হামাস। গোষ্ঠীটি জানিয়েছে, দুই দফায় ছয় জিম্মি ও চারজনের মরদেহ ফেরত দেওয়া হবে।  মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) ইসরায়েলি সংবাদমাধ্যম টাইমস অব ইসরায়েলের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।  ইসরায়েল জানিয়েছে, হামাসের সঙ্গে প্রথম পর্যায়ের চুক্তির অংশ হিসেবে আরও ছয় জিম্মিকে মুক্তি দেওয়া হবে। শনিবার তারা মুক্তি পাবেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।  বিবৃতিতে বলা হয়েছে, কায়রোতে চলমান আলোচনার অংশ হিসেবে তারা মুক্তি পাবেন।  ইসরায়েলি এক কর্মকর্তা বলেন, কায়রোতে চুক্তিটি বাস্তবায়িত হলে এটি ইসরায়েলের জন্য একটি গুরুত্বপূর্ণ অর্জন হবে। প্রধানমন্ত্রীর কার্যালয় আরও জানিয়েছে, এবার চার জিম্মির মরদেহ ফেরত দেবে হামাস। বৃহস্পতিবার তাদের মরদেহ ফেরত দেওয়া হবে। তবে তাদের নাম প্রকাশ করা হয়নি।   যুদ্ধবিরতি চুক্তির অংশ হিসেবে যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী প্রথম ধাপে হামাসের হাতে থাকা ৩৩ ইসরায়েলি জিম্মির মুক্তির বিনিময়ে ইসরায়েল তাদের হাতে আটক কয়েকশ ফিলিস্তিনি বন্দিকে মুক্তি দেওয়ার কথা রয়েছে। চুক্তি অনুযায়ী, ছয় সপ্তাহের মধ্যে এই বন্দি বিনিময় শেষ হবে। এ চুক্তির ফলে গাজার ঘনবসতিপূর্ণ এলাকাগুলো থেকে ইসরায়েলি সেনা প্রত্যাহার করা হবে এবং বাস্তুচ্যুত ফিলিস্তিনিরা তাদের বাড়িঘরে ফিরে যেতে পারবেন। ত্রাণবাহী ট্রাকগুলোকে প্রতিদিন গাজায় প্রবেশ করতে দেওয়া হবে। চুক্তির দ্বিতীয় ধাপে হামাসের হাতে থাকা বাকি ইসরায়েলি জিম্মিরা মুক্তি পাবেন এবং গাজা থেকে ইসরায়েলি সেনা পুরোপুরিভাবে প্রত্যাহার করা হবে। তৃতীয় ধাপে গাজা পুনর্গঠন হবে, যা কয়েক বছর সময় নিতে পারে। এছাড়া, মৃত ইসরায়েলি জিম্মিদের মরদেহ ফেরত দেওয়া হবে।
Read Entire Article