দুই দাবি আদায়ে বৈষম্যবিরোধীদের ২৪ ঘণ্টার আলটিমেটাম
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এসময় তারা মাহদীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির আলটিমেটাম দেন। শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার পর থেকে তারা শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। অবরোধের ফলে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেন, মাহদী হাসানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা এ ধরনের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের আহ্বান জানান। সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, মাহাদীকে গ্রেপ্তারের আগে আমাকে গ্রেপ্তার করতে হবে, এক দফার ঘোষণাকারী নাহিদ ইসলামকে গ্রেপ্তার করতে হবে। হাসিনার সাদা পোশাকের পুলিশ আর ইউনূসের সাদা পোশাকের পুলিশ একই পুলিশ। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আগেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হত, এখনও গ্রেপ্তার করা হচ্ছে। এসময় তিনি দুই
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্য সচিব মাহদী হাসানকে গ্রেপ্তারের প্রতিবাদে সংগঠনটির নেতাকর্মীরা রাজধানীর শাহবাগ মোড় অবরোধ করেন। এসময় তারা মাহদীর অবিলম্বে নিঃশর্ত মুক্তি এবং জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারীদের দায়মুক্তি দেওয়ার জন্য রাষ্ট্রপতির অধ্যাদেশ জারির আলটিমেটাম দেন।
শনিবার (৩ জানুয়ারি) রাত ১১টার পর থেকে তারা শাহবাগ এলাকায় অবস্থান নিয়ে সড়ক অবরোধ শুরু করেন। অবরোধের ফলে আশপাশের রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে।
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা অভিযোগ করেন, মাহদী হাসানকে রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিতভাবে গ্রেপ্তার করা হয়েছে। তারা অবিলম্বে তার নিঃশর্ত মুক্তির দাবি জানান। একই সঙ্গে তারা এ ধরনের গ্রেপ্তার ও হয়রানি বন্ধের আহ্বান জানান।
সংগঠনের কেন্দ্রীয় কমিটির সভাপতি রিফাত রশিদ বলেন, মাহাদীকে গ্রেপ্তারের আগে আমাকে গ্রেপ্তার করতে হবে, এক দফার ঘোষণাকারী নাহিদ ইসলামকে গ্রেপ্তার করতে হবে। হাসিনার সাদা পোশাকের পুলিশ আর ইউনূসের সাদা পোশাকের পুলিশ একই পুলিশ। তাদের মধ্যে কোনো পার্থক্য নেই। আগেও আমাদের ভাইদেরকে গ্রেপ্তার করা হত, এখনও গ্রেপ্তার করা হচ্ছে।
এসময় তিনি দুই দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো— ১. মাহাদীকে অবিলম্বে নিঃশর্ত মুক্তি দিতে হবে এবং সংশ্লিষ্ট ওসিকে প্রত্যাহার করতে হবে। ২. জুলাই গণ-অভ্যুত্থানে অংশগ্রহণকারী ছাত্র, শ্রমিক ও জনতাকে ১ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত সময়ের জন্য দায়মুক্তি দিয়ে ২৪ ঘণ্টার মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশ জারি করতে হবে।
এর আগে, শনিবার (৩ জানুয়ারি) রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ মোড় অবরোধ করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শাহবাগ মোড়ের মাঝখানে বৈষম্যবিরোধী আন্দোলনের নেতাকর্মীরা আগুন জ্বালিয়ে বিক্ষোভ করছেন। এসম তারা ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’; ‘ইনকিলাব ইনকিলাব, জিন্দাবাদ জিন্দাবাদ’; ‘মুক্তি মুক্তি চাই, মাহদীর মুক্তি চাই’ এমন স্লোগান দিচ্ছেন।
এদিন রাত ১০টায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ফেসবুক পোস্টে হবিগঞ্জ জেলার সদস্য সচিব মাহদী হাসানের মুক্তির দাবিতে সবাইকে শাহবাগ আসার আহ্বান জানানো হয়। এই পোস্টের পরপরই রাত সাড়ে ১০টার দিকে শাহবাগ অবরোধ করেন তারা।
What's Your Reaction?