দুই দাবিতে নতুন কর্মসূচি ঘোষণা মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীদের

1 hour ago 4
দুই দাবি আদায়ে ২ দিনের নতুন কর্মসূচি ঘোষণা করেছে মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা। সোমবার (১৮ আগস্ট) দুপুরে রাজধানীর শাহবাগ মোড়ে পূর্বঘোষিত অবস্থান কর্মসূচি করতে গেলে পুলিশি বাধার মুখে শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান মো. আব্দুর রহিম এই কর্মসূচি ঘোষণা করেন। আব্দুর রহিম জানান, রাজধানীর বিজয় সরণীস্থ কলমিলতা বাজারের ক্ষতিপূরণ প্রদান এবং মিরপুর ভাষানটেক বস্তি পুনর্বাসন প্রকল্পটি ফিরিয়ে দেওয়ার দাবিতে তারা টানা ১০ দিন ধরে শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন; কিন্তু সরকার কোনো সমাধান করছেন না। অবিলম্বে দাবি না মানলে আগামী ২৩ আগস্ট জাতীয় প্রেসক্লাব থেকে কলমিলতা বাজার অভিমুখে পদযাত্রা এবং ২৮ আগস্ট জাতীয় প্রেসক্লাবের সামনে সমাবেশ অনুষ্ঠিত হবে। তিনি জানান, গত ৯ আগস্ট থেকে তারা শান্তিপূর্ণভাবে আন্দোলন চালিয়ে যাচ্ছেন। লাগাতার আন্দোলনের অংশ হিসেবে সোমবার (১১ আগস্ট) সচিবালয়ের গেটে প্রতীকী অনশন কর্মসূচি পালন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়। আজ (সোমবার) শাহবাগেও অবস্থান কর্মসূচিতে পুলিশ বাধা দিয়েছে, যা অত্যন্ত দুঃখজনক। তবে যত বাধাই দেওয়া হোক না কেন, দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের শান্তিপূর্ণ আন্দোলন চলবে।  এ ছাড়া দ্রুত দাবি বাস্তবায়নে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের দৃষ্টি আকর্ষণ করেন আব্দুর রহিম। এসময় শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের নাতনি অ্যাডভোকেট নূরতাজ আরা ঐশীসহ বস্তিবাসীরা উপস্থিত ছিলেন। এর আগে বুধবার (১৩ আগস্ট) কেন্দ্রীয় শহীদ মিনার চত্বরে কাফনের কাপড় পরে প্রতীকী অবস্থান কর্মসূচি থেকে শাহবাগ মোড়ে এই অবস্থান কর্মসূচির ঘোষণা দিয়েছিল মুক্তিযোদ্ধা পরিবার ও বস্তিবাসীরা।
Read Entire Article