ভারত থেকে স্থলবন্দর দিয়ে বাংলাদেশ সুতা আমদানি বন্ধ করার এক মাসের মাথায় এবার বাংলাদেশ থেকে স্থলবন্দর দিয়ে তৈরি পোশাক, পণ্য, ফলসহ সাত ধরনের পণ্য আমদানিতে নিষেধাজ্ঞা আরোপ করেছে ভারত। ফলে বাংলাদেশি রপ্তানিকারকদের খরচ বাড়বে বলে জানিয়েছেন অর্থনীতিবিদ ও রিসার্চ অ্যান্ড পলিসি ইন্টিগ্রেশন ফর ডেভেলপমেন্টের (র্যাপিড) চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুর রাজ্জাক।
- আরও পড়ুন
- ভারতে স্থলবন্দর দিয়ে বাংলাদেশি বেশকিছু পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা
- বড় ক্ষতি হবে প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রপ্তানিতে
- বাংলাদেশি পণ্য প্রবেশে নিষেধাজ্ঞা, ক্ষতির শঙ্কায় ভারতীয় ব্যবসায়ীরা
জাগো নিউজকে তিনি বলেন, আমরাও সুতা আমদানি বন্ধ করেছি। এখন ওরা বন্ধ করেছে। এটার তো কোন শেষ নেই। এর ফলে ব্যবসা বাণিজ্যের খরচ বাড়বে। কিছুটা তো আমাদের ওপর প্রভাব পড়বেই। ভারতে আমরা বড় অঙ্কের পোশাক রপ্তানি করি। প্রায় ১ বিলিয়ন ডলারের কাছাকাছি। সেখানে আমাদের খরচ বেড়ে যাবে। এর প্রভাব পড়বে রপ্তানিকারকদের ওপরে।
এই রপ্তানিকারক বলেন, এ সিদ্ধান্তের ফলে বোঝায়, দুটি প্রতিবেশি দেশের মধ্যে ট্রেড কোঅপারেশন (বাণিজ্য সহযোগিতা) উল্টৈা রাস্তায় চলছে। যে কোন সময় যেকোন অনিশ্চয়তা হতে পারে, সাপ্লাই চেইন নষ্ট হতে পারে।
আমরা ভারত থেকে অনেক আমদানি করি। দুটো দেশের মধ্যে এটা চলতে থাকলে, উভয় দেশের জন্য এটা ভালো ফল আনবে না।
এসএম/এসএনআর/জিকেএস