দুই নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ঘোষণা

পাকিস্তান সফরের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার মাহলি বেয়ার্ডম্যান ও সিডনি সিক্সার্সের বোলার জ্যাক এডওয়ার্ডস। দুজনেরই এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ১০ জন খেলোয়াড়ই কেবল এই সিরিজে থাকছেন। বাকিরা ইনজুরি পুনর্বাসন ও কাজের চাপ ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। নাথান এলিস, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স পাকিস্তান সিরিজ খেলবেন না; তারা সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হবেন। চলমান বিগ ব্যাশ লিগে ভালো পারফরম্যান্সই বেয়ার্ডম্যান ও এডওয়ার্ডসের সুযোগ পাওয়ার মূল কারণ। ২০ বছর বয়সী বেয়ার্ডম্যান পার্থ স্কর্চার্সের হয়ে আট উইকেট নিয়েছেন, আর এডওয়ার্ডস সিডনি সিক্সার্সের হয়ে শিকার করেছেন ১৫ উইকেট। এ দুই নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন শন অ্যাবট, বেন দ্বারশুইস, মিচ ওউয়েন, জশ ফিলিপ ও ম্যাট রেনশ। স্কোয়াডের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। লাহোরে তিন ম্যাচ পাকিস্তানের

দুই নতুন মুখ নিয়ে অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি দল ঘোষণা
পাকিস্তান সফরের তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজের জন্য ১৭ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অস্ট্রেলিয়া। দলে নতুন মুখ হিসেবে জায়গা পেয়েছেন তরুণ পেসার মাহলি বেয়ার্ডম্যান ও সিডনি সিক্সার্সের বোলার জ্যাক এডওয়ার্ডস। দুজনেরই এখনো আন্তর্জাতিক অভিষেক হয়নি। বিশ্বকাপ প্রস্তুতির অংশ হিসেবে স্কোয়াডে ব্যাপক পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। টি–টোয়েন্টি বিশ্বকাপ দলে থাকা ১০ জন খেলোয়াড়ই কেবল এই সিরিজে থাকছেন। বাকিরা ইনজুরি পুনর্বাসন ও কাজের চাপ ব্যবস্থাপনার কারণে শ্রীলঙ্কায় দলের সঙ্গে যোগ দেবেন। নাথান এলিস, টিম ডেভিড, জশ হ্যাজেলউড, গ্লেন ম্যাক্সওয়েল ও প্যাট কামিন্স পাকিস্তান সিরিজ খেলবেন না; তারা সরাসরি শ্রীলঙ্কায় দলের সঙ্গে যুক্ত হবেন। চলমান বিগ ব্যাশ লিগে ভালো পারফরম্যান্সই বেয়ার্ডম্যান ও এডওয়ার্ডসের সুযোগ পাওয়ার মূল কারণ। ২০ বছর বয়সী বেয়ার্ডম্যান পার্থ স্কর্চার্সের হয়ে আট উইকেট নিয়েছেন, আর এডওয়ার্ডস সিডনি সিক্সার্সের হয়ে শিকার করেছেন ১৫ উইকেট। এ দুই নতুন মুখ ছাড়াও দলে ফিরেছেন শন অ্যাবট, বেন দ্বারশুইস, মিচ ওউয়েন, জশ ফিলিপ ও ম্যাট রেনশ। স্কোয়াডের নেতৃত্বে থাকছেন মিচেল মার্শ। লাহোরে তিন ম্যাচ পাকিস্তানের বিপক্ষে তিনটি টি–টোয়েন্টি হবে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে— ২৯ জানুয়ারি ৩১ জানুয়ারি ১ ফেব্রুয়ারি বিবিএল ফাইনালে থাকা ক্রিকেটাররা টুর্নামেন্ট শেষ করেই দলে যোগ দেবেন। অস্ট্রেলিয়ার বিশ্বকাপ অভিযান শুরু হবে ১১ ফেব্রুয়ারি, আয়ারল্যান্ডের বিপক্ষে। ক্রিকেট অস্ট্রেলিয়ার প্রধান নির্বাচক জর্জ বেইলি বলেছেন, “এই সিরিজটি তরুণ ও সম্ভাবনাময় ক্রিকেটারদের জন্য দারুণ সুযোগ। বিশ্বকাপের আগে আন্তর্জাতিক পরিবেশে নিজেদের প্রমাণ করার বড় মঞ্চ এটি।” তিনি আরও যোগ করেন, “বেয়ার্ডম্যান আগেও দলের সঙ্গে ছিল, আর এডওয়ার্ডস গত বছর ভারতের বিপক্ষে শেষ ওয়ানডেতে দলে ছিল—তাই তারা পুরোপুরি অপরিচিত নয়।” অস্ট্রেলিয়ার টি–টোয়েন্টি স্কোয়াড মিচেল মার্শ (অধিনায়ক), শন অ্যাবট, জেভিয়ার বার্টলেট, মাহলি বেয়ার্ডম্যান, কুপার কনোলি, বেন দ্বারশুইস, জ্যাক এডওয়ার্ডস, ক্যামেরন গ্রিন, ট্রাভিস হেড, জশ ইংলিস, ম্যাথু কুনেম্যান, মিচ ওউয়েন, জশ ফিলিপ, ম্যাট রেনশ, ম্যাথু শর্ট, মার্কাস স্টয়নিস ও অ্যাডাম জাম্পা।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow