দুই বছর আগের ভিডিও ছড়িয়ে হেনস্তা , মামলা করবেন বাবা

3 months ago 8

ফেনীতে বাবাকে অস্বীকার করায় নিজ মেয়েকে ত্যাজ্য করার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। ভাইরাল ওই ভিডিও দুই বছর আগের দাবি করে পারিবারিকভাবে হেনস্তার শিকার হচ্ছেন বলে অভিযোগ করেন ভুক্তভোগী বাবা।

শনিবার (১৭ মে) সন্ধ্যায় বাবা-মা ও মেয়ে একত্রিত হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিও নিয়ে খোলামেলা কথা বলেন।

এসময় ভুক্তভোগী বাবা মো. সবুজ বলেন, ‘ওই ভিডিওতে আমি আমার মেয়েকে শাসন করেছি, ভয় দেখিয়ে ভুল পথ থেকে সঠিক পথে এনেছি। পরে আমার মেয়েকে আমি বুঝিয়ে অন্য ছেলের সঙ্গে বিয়ে দিয়েছি। সেখানে তার সন্তান হয়েছে। আমার মেয়ে সুখে-শান্তিতে সংসার করছে। এটি বাবা তার মেয়েকে শাসন করার একটি পারিবারিক ঘটনার ভিডিও ছিল।’

দুই বছর আগের ভিডিও ছড়িয়ে হেনস্থা, মামলা করবেন বাবা

তিনি বলেন, ‘দুই বছর পর ওই সময়ে ধারণ করা ভিডিওটি ফেসবুকে দিয়ে আমাদের পারিবারিকভাবে হেনস্তা করা হচ্ছে। আমি বিষয়টি নিয়ে মামলা করবো।’

এ বিষয়ে ফেনী মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. আশ্রাফুল মুন্না বলেন, ‘বাবা তার মেয়েকে ত্যাজ্য করার জন্য স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়ার ভিডিওটি দৃষ্টিতে এসেছে। এ বিষয়ে কোনো পক্ষ অভিযোগ করলে আমরা আইনগত ব্যবস্থা নেব।’

আবদুল্লাহ আল-মামুন/আরএইচ/জেআইএম

Read Entire Article