রাজধানীর দক্ষিণখান থানার সৈয়দনগর এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক যুবক নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও এক যুবক।
নিহত যুবকের নাম মো. মাহমুদুল হাসান (৩২)। তিনি কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার দশবাহা গ্রামের মো. ইব্রাহীমের সন্তান। কর্মসূত্রে দক্ষিণখানের ময়নারটেক এলাকায় ভাড়া বাসায় বসবাস করতেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন এনামুল হক ইয়াসির (৩৪)।
রোববার (১৫ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন। আহত এনামুল হক হাসপাতালের জরুরি বিভাগে চিকিৎসাধীন।
- আরও পড়ুন
আওয়ামী লীগ নেতাকর্মীদের গ্রেফতারে অভিযান আরও জোরদারের সিদ্ধান্ত
ঢামেকের ফুটপাতে পড়ে ছিল অজ্ঞাতপরিচয় ব্যক্তির মরদেহ
নিহত মাহমুদুল হাসানের বন্ধু পারভেজ বলেন, মাহমুদুল ও এনামুল দুজনই পরিবহন সংশ্লিষ্ট কোম্পানিতে চাকরি করেন। দুই বন্ধু মিলে মোটরসাইকেলে করে অফিসে যাওয়ার সময় একটি ট্রাক তাদের মোটরসাইকেলে ধাক্কা দেয়। এতে তারা রাস্তায় ছিটকে পড়েন। পরে তাদের উদ্ধার করে স্থানীয় একটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মাহমুদুলকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. ফারুক বলেন, মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানায় অবগত করা হয়েছে।
কাজী আল-আমিন/কেএসআর/জেআইএম