দুই বাংলাদেশিকে ফেরত দিলো বিএসএফ

2 months ago 7

অবৈধভাবে অবস্থান করা দুই বাংলাদেশি নাগরিককে আটকের পর দিনাজপুরের হিলি সীমান্ত দিয়ে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবির) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষা বাহিনী-বিএসএফ।

আটকরা জানিয়েছেন, তারা বিভিন্ন সীমান্ত দিয়ে প্রবেশ করে কাজের সন্ধানে ভারতের কলকাতায় অবস্থান করছিলেন।

শুক্রবার রাত সাড়ে ৯টায় সীমান্তের ২৮৫ মেইন পিলারের স্টেশন এলাকায় ১০ গজ বাংলাদেশে অভ্যন্তরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের হস্তান্তর করেন বিএসএফ সদস্যরা।

তারা হলেন, দিনাজপুর সদর এলাকার শহীদুল ইসলামের ছেলে সুমন (২১) ও ঢাকা সাভার উপজেলার ইব্রাহিম দুলালের ছেলে আল আমিন (৩১)। হিলি বিজিবি সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক বিষয়টি নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বাংলাদেশি দুই যুবক দিনাজপুরের হিলি ও যশোরের বেনাপোল সীমান্ত দিয়ে দুই বছর আগে কাজের সন্ধানে কলকাতায় যান এবং সেখানে অবৈধভাবে বসবাস করে হোটেলে কাজ করছিল। বৃহস্পতিবার রাতে পুলিশ তাদের সেখানে আটক করে। শুক্রবার রাতে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হয়।

হিলি বর্ডার বাংলাদেশ (বিজিবি) সিপি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার অসীম মারাক জানান, ভারতে দুই বাংলাদেশিকে আটকের পর উভয় দেশের সীমান্তরক্ষা বাহিনীর পতাকা বৈঠকের মাধ্যমে তাদের আমাদের হাতে হস্তান্তর করেন। রাত সাড়ে ১১টার দিকে আমরা তাদের পুলিশের হাতে হস্তান্তর করি।

মো. মাহাবুর রহমান/এমআরএম

Read Entire Article