দুই বাচ্চার মা বলায় দেবের ওপর চটলেন শুভশ্রী

3 days ago 6
১০ বছর পর ‘ধূমকেতু’ মুক্তির মাধ্যমে পর্দায় একসঙ্গে এবার দেখা মিলেছিল দেব-শুভশ্রী জুটিকে। কিন্তু এবার তাদের নাম নিয়েই শুরু হয়েছে বিতর্কের ঝড়। দেবের একটি মন্তব্যেই যেন আগুনে ঘি ঢেলেছে টালিপাড়ায়। গত ১৪ আগস্ট মুক্তি পেয়েছিল টালিউড সিনেমা ‘ধূমকেতু’। ছবিটি বক্স অফিসে ঝড় তোলার পাশাপাশি দর্শকরা আবারও পেয়েছিলেন দেব-শুভশ্রী জুটির ম্যাজিক।  তবে সম্প্রতি ভারতীয় গণমাধ্যমের এক সাক্ষাৎকারে দেবকে প্রশ্ন করা হয়, ‘যদি এই ছবি ২০২৫ সালে তৈরি হতো, তবে শুভশ্রীকেই কি নায়িকা হিসেবে বেছে নিতেন?’ নায়কের সোজাসাপ্টা জবাব, শুভশ্রী এখন দুই সন্তানের মা, তার মুখের ইনোসেন্স ও সারল্য নষ্ট হয়ে গেছে। তাই নায়িকা নয়, বরং হয়তো কোনো পার্শ্ব চরিত্রে কাস্ট করতেন। আর এই মন্তব্য ঘিরেই উঠেছে বিতর্কের ঝড়। বিষয়টি নিয়ে মুখ খুলেছেন শুভশ্রী গাঙ্গুলী। খানিক ক্ষুব্ধ সুরেই তিনি বলেন, ‘কী বলি? একটা সেন্সেবল মানুষ কীভাবে এ রকম কথা বলে, আমি জানি না। আমার পার্শ্ব চরিত্র করতে কোনো সমস্যা নেই। আমি ‘সন্তান’ করেছি, আমার কাছে চরিত্রটাই আসল। কিন্তু ২০২৫ সালে দাঁড়িয়ে একজন নায়ক যিনি আমার সঙ্গে ছবির প্রচার করছেন, তিনি যদি এমন অসম্মানজনক মন্তব্য করেন, সেটা মানা কঠিন।‘ এখানেই শেষ নয়। সাংবাদিকদের প্রশ্নে আবার দেব-শুভশ্রীকে একসঙ্গে বড়পর্দায় দেখার সম্ভাবনা নিয়েও বেশ কড়া সুরে নায়িকা বলেন, ‘বাবা, আমি এসব জানি না। মা হয়ে গেছি, মুখে সারল্য নেই।‘ দেব-শুভশ্রী শুধু পর্দার জনপ্রিয় জুটিই ছিলেন না, একসময় বাস্তবেও ছিল তাদের প্রেমের গল্প, যা টালিউডের ওপেন সিক্রেট বিষয় ছিল। বিচ্ছেদের পরও ‘ধূমকেতু’তে একসঙ্গে কাজ করেছিলেন তারা। আর সেই জুটি নিয়েই ফের নতুন করে ঝড় উঠল টালিগঞ্জে।
Read Entire Article