দুই মহাসাগরের সংযোগস্থলে অবস্থান নিল চীন-রাশিয়া-ইরানের যুদ্ধজাহাজ
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দেশ ৩টির নৌবাহিনী এক সপ্তাহব্যাপী যৌথ মহড়ায় অংশ নিতে সেখানে অবস্থান নিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নৌ-মহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়, মহড়ার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ নৌপথ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা জোরদার করা। খবর আল জাজিরার।
এই মহড়ায় সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা, সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান এবং অন্যান্য সামরিক কৌশলগত অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে বলে জানায় বেইজিং।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের দক্ষিণে অবস্থিত সাইমন’স টাউন নৌ-ঘাঁটির আশপাশে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজগুলোকে চলাচল করতে দেখা গেছে। এই নৌ-ঘাঁটিই দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নৌ-স্থাপনা হিসেবে পরিচিত, যেখানে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল রয়েছে।
এই মহড়ায় ব্রিকস জোটভুক্ত অন্যকোনো দেশ অংশ নিচ্ছে
যুক্তরাষ্ট্রের ভেনেজুয়েলায় সামরিক হস্তক্ষেপ এবং একাধিক তেলবাহী জাহাজ জব্দের ঘটনায় আন্তর্জাতিক অঙ্গনে উত্তেজনা যখন চরমে, ঠিক সেই সময় দক্ষিণ আফ্রিকার জলসীমায় পৌঁছেছে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজ। দেশ ৩টির নৌবাহিনী এক সপ্তাহব্যাপী যৌথ মহড়ায় অংশ নিতে সেখানে অবস্থান নিয়েছে।
চীনের প্রতিরক্ষা মন্ত্রণালয় শুক্রবার এক বিবৃতিতে জানিয়েছে, শনিবার উদ্বোধনী অনুষ্ঠানের মধ্য দিয়ে এই নৌ-মহড়া শুরু হবে। বিবৃতিতে বলা হয়, মহড়ার উদ্দেশ্য হলো গুরুত্বপূর্ণ নৌপথ ও অর্থনৈতিক কর্মকাণ্ড সুরক্ষায় যৌথ অভিযান পরিচালনার সক্ষমতা জোরদার করা। খবর আল জাজিরার।
এই মহড়ায় সমুদ্রভিত্তিক লক্ষ্যবস্তুর ওপর হামলা, সন্ত্রাসবিরোধী উদ্ধার অভিযান এবং অন্যান্য সামরিক কৌশলগত অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে বলে জানায় বেইজিং।
দক্ষিণ আফ্রিকার কেপটাউন শহরের দক্ষিণে অবস্থিত সাইমন’স টাউন নৌ-ঘাঁটির আশপাশে চীন, রাশিয়া ও ইরানের যুদ্ধজাহাজগুলোকে চলাচল করতে দেখা গেছে। এই নৌ-ঘাঁটিই দেশটির সবচেয়ে গুরুত্বপূর্ণ সামরিক নৌ-স্থাপনা হিসেবে পরিচিত, যেখানে ভারত মহাসাগর ও আটলান্টিক মহাসাগরের সংযোগস্থল রয়েছে।
এই মহড়ায় ব্রিকস জোটভুক্ত অন্যকোনো দেশ অংশ নিচ্ছে কি না, তাৎক্ষণিকভাবে তা স্পষ্ট হয়নি। ব্রিকসের সদস্যদের মধ্যে ব্রাজিল, ভারত ও সংযুক্ত আরব আমিরাতসহ একাধিক দেশ রয়েছে।
দক্ষিণ আফ্রিকার সশস্ত্র বাহিনীর একজন মুখপাত্র জানান, এই মুহূর্তে মহড়ায় অংশগ্রহণকারী সব দেশের নাম নিশ্চিত করা সম্ভব হয়নি। মহড়াটি আগামী শুক্রবার পর্যন্ত চলবে বলে তিনি জানান।
দক্ষিণ আফ্রিকার প্রতিরক্ষা বাহিনী এক বিবৃতিতে বলেছে, এই যৌথ মহড়া নৌবাহিনীগুলোর মধ্যে অভিজ্ঞতা বিনিময় ও যৌথ কার্যকরী সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। একই সঙ্গে এটি নৌপথের নিরাপত্তা এবং আঞ্চলিক সামুদ্রিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভূমিকা রাখবে।
এই নৌ-মহড়া এমন এক প্রেক্ষাপটে অনুষ্ঠিত হচ্ছে, যখন গত শনিবার যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার রাজধানী কারাকাসে সামরিক হামলা চালায় এবং দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোকে আটক করে। ওই ঘটনার পর থেকেই আন্তর্জাতিক পর্যায়ে উত্তেজনা আরও বেড়েছে।