এভারটনের বিপক্ষে উত্তাপ ছড়ানো ম্যাচে শেষ মুহূর্তে গোল খেয়ে ২-২ এ হতাশার ড্র করে লিভারপুল। ম্যাচ শেষ হতেই দুই দলের খেলোয়াড়দের মধ্যে উচ্চবাচ্য-হাতাহাতি ডাগআউটেও ছড়িয়ে পড়ে। লিভারপুল কোচ আর্নে স্লটও রেফারির দিকে তেঁড়ে আসেন। শেষ বাঁশি বাজার পর তাকেসহ সব মিলিয়ে রেফারি লাল কার্ড দেখান চারজনকে।
ম্যাচ শেষ হওয়ার পর লিভারপুল দর্শকের সামনে এভারটনের আব্দুলায়ে ডোকুর উস্কানিমূলক উদযাপন করলে এই... বিস্তারিত