দুই রাতে ভারত থেকে আসা ৬৬০ বস্তা চিনি জব্দ

3 months ago 48

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভারত থেকে চোরাই পথে আসা ৬৬০ বস্তা চিনি জব্দ করেছে পুলিশ। এসময় তিনজনকে আটক করা হয়।

শুক্রবার (১৪ জুন) সকালে ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে ট্রাকভর্তি ৪৫০ বস্তা চিনি জব্দ করা হয়। এসময় ট্রাকের চালক ইমন চৌহানকে (২৪) আটক করা হয়। তার বাড়ি নেত্রকোনা সদরে। তিনি ওই এলাকার রঞ্জিত চৌহানের ছেলে।

এর আগে বুধবার (১২ জুন) রাতেই ঈশ্বরগঞ্জ পৌর এলাকা থেকে চিনিভর্তি আরেকটি ট্রাক জব্দ করা হয়। ওই সময় ট্রাক থেকে ২১০ বস্তা চিনি জব্দের পাশাপাশি দুজনকে আটক করা হয়।

দুই রাতে ভারত থেকে আসা ৬৬০ বস্তা চিনি জব্দ

আটকরা হলেন রাজশাহী জেলার বাঘা থানার মৃত খবির আলীর ছেলে দুলাল আলী (৪৫) ও চারঘাট থানার রামচন্দ্রপুর এলাকার সাজদার আলীর ছেলে হাকিম আলী (১৯)।

পুলিশ জানায়, ভারত থেকে চোরাই পথে আসা এসব চিনির রমরমা ব্যবসা চালাচ্ছিলেন ঈশ্বরগঞ্জের কিছু অসাধু ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গত দুদিনে চিনিভর্তি দুটি ট্রাকসহ ৬৬০ বস্তা চিনি জব্দ করা হয়।

ঈশ্বরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ মাজেদুর রহমান বলেন, দুদিনের অভিযানে চোরাই পথে আসা ৬৬০ বস্তা চিনিসহ তিনজনকে আটক করা হয়েছে। এদের মধ্যে বুধবার রাতে আটকের বিরুদ্ধে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে। বাকিদের বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।

মঞ্জুরুল ইসলাম/এসআর/এএসএম

Read Entire Article