দুই শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠানে যাচ্ছিলেন শিক্ষক, পথে গেল প্রাণ

2 hours ago 5

ফরিদপুরের সালথায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে এস এম ইব্রাহিম শেখ নামের এক শিক্ষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন তিনজন।

রোববার (১৯ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার সোনাপুর ইউনিয়নে ফুকরা ঈদগাহ এলাকায় সালথা-সোনাপুর আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শিক্ষক ইব্রাহিম শেখ (৪৫) সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী গ্রামের মো. আব্দুর রব শেখের ছেলে। তিনি যোগাড়দিয়া উচ্চ-বিদ্যালয়ের শিক্ষক ছিলেন।

যোগাড়দিয়া উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় কুমার দাস বলেন, রোববার সকালে শিক্ষক ইব্রাহিম স্কুলের দুই শিক্ষার্থীকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল চালিয়ে উপজেলা সদরে একটি প্রোগ্রামে যাচ্ছিলেন। পথে সালথা-সোনাপুর সড়কের ফুকরা ঈদগাহ এলাকায় তার মোটরসাইকেলটি পৌঁছালে আরেকটি মোটরসাইকেলের সঙ্গে সংঘর্ষ হয়। 

তিনি আর বেলেন, এতে উভয় মোটরসাইকেলে থাকা চারজন আহত হন। পরে সালথা ফায়ার সার্ভিসের একটি দল আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক শিক্ষক ইব্রাহিমকে মৃত ঘোষণা করেন৷ আহত অন্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

সালথা উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. মো.শাহিনুল ইসলাম কালবেলাকে বলেন, হাসপাতালে আনার আগেই ওই শিক্ষক মারা গেছেন। গুরুতর আহত একজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। 

সালথা থানার ওসি মো. আতাউর রহমান কালবেলাকে বলেন, দুই মোটরসাইকেলের সংঘর্ষে শিক্ষক ইব্রাহিম মারা গেছেন। নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

Read Entire Article