দুইশ টাকার জন্য স্ত্রীকে খুন, অতঃপর...

2 hours ago 4

জামালপুরের বকশীগঞ্জে মাত্র দুইশ টাকার জন্য স্বামীর হাতে খুন হয়েছেন স্ত্রী রহিমা বেগম (৩০) নামে এক গৃহবধূ। বুধবার (২৭ নভেম্বর) সকালে উপজেলার বাট্টাজোড় ইউনিয়নের কুলুপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। 

এ ঘটনায় বকশীগঞ্জ থানা পুলিশ রহিমা বেগমের লাশ উদ্ধার এবং তার ঘাতক স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছে।

আটক ব্যক্তির নাম ইলিয়াছ আলী (৩৫)। তিনি বকশীগঞ্জ উপজেলার পুরান বাট্টাজোড় কুলুপাড়া গ্রামের বাসিন্দা। পেশায় তিনি ভ্যানচালক। সেই সঙ্গে তার একটি মুদি দোকানও রয়েছে।

বকশীগঞ্জ থানা পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ইলিয়াছ আলী ভ্যান চালাতে গেলে তার অনুপস্থিতিতে দোকান পরিচালনা করেন তার স্ত্রী রহিমা বেগম। বুধবার সকালে দোকানের মালামাল বিক্রির টাকার হিসাবে দুইশ টাকার গরমিল হয়। এ নিয়ে ইলিয়াছ আলী ও তার স্ত্রী রহিমা বেগমের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ইলিয়াছ আলী উত্তেজিত হয়ে তার স্ত্রীকে কিলঘুষি মারতে থাকে। কিলঘুষির আঘাতে রহিমা বেগম গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরে চিকিৎসার জন্য বকশীগঞ্জ হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক রহিমা বেগমকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং নিহত রহিমার স্বামী ইলিয়াছ আলীকে আটক করেছে। 

এ ব্যাপারে বকশীগঞ্জ থানার ওসি খন্দকার শাকের আহমেদ কালবেলাকে জানান, লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ইলিয়াছ আলীকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ময়নাতদন্ত রিপোর্ট পাওয়ার পর পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Read Entire Article