ক্ষুদ্রায়তন চা চাষ, উৎপাদন, বিপননকে উৎসাহিত করতে পঞ্চম ‘জাতীয় চা পুরস্কার ২০২৫’ প্রদান করেছে সরকার। আটটি ক্যাটাগরিতে এই পুরস্কার দেওয়া হয়।
এ বছর ‘বৈচিত্যময় চা’ বাজারজাত এবং ‘দৃষ্টি নন্দন ও মানসম্পন্ন চা’ মোড়ক ক্যটাগরিতে শ্রেষ্ঠ হিসেবে দুটি পুরস্কার পেয়েছে কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেড। প্রতিষ্ঠানটির পক্ষে পুরস্কার দু’টি গ্রহণ করেন কাজী অ্যান্ড কাজী টি এস্টেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক... বিস্তারিত