দুর্নীতি দমন কমিশনের (দুদক) কর্মকর্তাদের নাম ও ছবি ব্যবহার করে ভুয়া উপপরিচালক পরিচয়ে প্রতারণার মামলায় রেজওয়ানুল হক (২৫) নামের এক যুবককে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
শুক্রবার (৬ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত এ আদেশ দেন।
এর আগে বুধবার (৪ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে দিনাজপুরের হাকিমপুর উপজেলার কাকরাতালী গ্রাম থেকে রেজওয়ানুল হককে গ্রেফতার করেন র্যাব-১৩-এর সদস্যরা।
মামলার এজাহার সূত্রে জানা যায়, আসামি রেজওয়ানুল হক ও তার সহযোগীরা তিনটি মোবাইল নম্বরের হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট ব্যবহার করে নিজেদের দুদকের উপপরিচালক পরিচয় দিতেন। তারা ভুক্তভোগীদের কল দিয়ে জানাতেন, তাদের নামে দুদকে অভিযোগ রয়েছে এবং মামলা দায়ের করা হবে। এভাবে ভয়ভীতি দেখিয়ে তারা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস ও ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে অর্থ আদায় করতেন। এছাড়াও, তারা একটি ফেসবুক আইডি ব্যবহার করে দুদকের কর্মকর্তাদের পরিচয় দিয়ে প্রতারণামূলক কার্যক্রম পরিচালনা করতেন।
দুদক সূত্রে জানা যায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি রেজওয়ানুল হক প্রতারণার ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা স্বীকার করেছেন। তদন্তে উঠে আসে, তিনি একটি সংঘবদ্ধ প্রতারক চক্রের সক্রিয় সদস্য। মামলাটি বর্তমানে তদন্তাধীন রয়েছে।
একই অভিযোগে রেজওয়ান এর আগেও বেশ কয়েকবার গ্রেপ্তার হয়েছিলেন। জেলে থাকার পর জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের প্রতারণা করছিলেন বলে র্যাব-১৩ সূত্রে জানা গেছে।
এমআইএন/এমএমএআর/জেআইএম

 4 months ago
                        15
                        4 months ago
                        15
                    








 English (US)  ·
                        English (US)  ·