দুদক সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে স্বাধীনতার মাত্রা বাড়বে

4 hours ago 4

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেছেন, দুর্নীতি দমন কমিশন সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে স্বাধীনতার মাত্রা বাড়বে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গণশুনানি শেষে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

ড. মোহাম্মদ আব্দুল মোমেন বলেন, দুদককে সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত করতে ইতোমধ্যে দুদক সংস্কার কমিশন প্রস্তাবনা দিয়েছে। সেটি অনুমোদন হলে দুদক দুর্নীতি প্রতিরোধে আরও ভূমিকা রাখতে পারবে।

তিনি আরও বলেন, দুদকের স্বাধীনতার সীমাবদ্ধতা থাকলেও যেটুকু স্বাধীনতা আছে তার মধ্যে যথাসাধ্য চেষ্টা করছে দুদক। সরকারি সেবাদানে মাঠ পর্যায়ে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিতে সবার দায়বদ্ধতা রয়েছে। এখানে সাধারণের দুর্ভোগ লাঘবে কাজ করছে দুদক।

দুদক সাংবিধানিক প্রতিষ্ঠানে পরিণত হলে স্বাধীনতার মাত্রা বাড়বে

দুদক চেয়ারম্যান বলেন, অতীতে রাজনৈতিক নিপীড়ক হিসেবে দুদককে ব্যবহারের ফলাফল শুভ হয়নি। যারা তা করেছেন সবাই কর্মফল ভোগ করছেন। এটি মাথায় নিয়ে ভবিষ্যতে আমাদের কাজ করতে হবে। পাশাপাশি রাজনৈতিক ব্যক্তিদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় দুর্নীতির সুনির্দিষ্ট তথ্য প্রমাণ থাকলে সেগুলো চলমান থাকবে।

জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলামের সভাপতিত্বে এ সময় দুদক কমিশনার (অনুসন্ধান) বিগ্রেডিয়ার জেনারেল (অব.) হাফিজ আহসান ফরিদ, মহাপরিচালক আখতার হোসেন, পুলিশ সুপার মোরতোজা আলী খান, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ডা. মনোয়ার উল আজীজ ও দুদকের বিভাগীয় পরিচালক কামরুল আহসান।

আলমগীর হোসাইন/আরএইচ/জিকেএস

Read Entire Article