দুদকের চিঠিতে হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নিতে ইসির প্রক্রিয়া শুরু

3 months ago 72

ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় ‘সম্পদের তথ্য গোপনের’ অভিযোগে আইনগত ব্যবস্থা নিতে নির্বাচন কমিশনকে (ইসি) চিঠি দিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। দুদকের চিঠি পেয়ে এরই মধ্যে শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু করেছে ইসি।

শনিবার (২৪ মে) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন ভবনে অনির্ধারিত বৈঠকে বিষয়টি উপস্থাপন করা হয়। বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এএমএম নাসির উদ্দিনসহ ফুল কমিশন উপস্থিত ছিল। তবে সচিবসহ ইসির কোনো ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন না।

বিষয়টি নিয়ে জানতে চাইলে নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ বলেন, শেখ হাসিনার বিরুদ্ধে নবম জাতীয় সংসদ নির্বাচনের সময় দাখিল করা হলফনামায় তথ্য গোপনের বিষয়ে দুদকের চিঠি পেয়েছে ইসি। এ বিষয়ে ইসির আইন শাখার মতামত চেয়েছে কমিশন। তাদের মতামত পেলে ব্যবস্থা নেওয়া হবে। দুই-তিনদিনের মধ্যেই এ মতামত দেবে ইসির আইন শাখা। এরপরেই প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এমওএস/এমএএইচ/এমএস

Read Entire Article