দুদকের জাল ছিঁড়ে ৮৪ কর্মকর্তার চম্পট
দুর্নীতি দমন কমিশনে (দুদক) দুর্নীতি ও অনিয়মের শত শত অভিযোগ জমা পড়লেও তফসিলবহির্ভূত অপরাধের কারণে বেশির ভাগ অভিযোগ আমলে নিতে পারে না সংস্থাটি। আইন অনুযায়ী কেবল সরকার ও সরকারি কর্মকর্তা-কর্মচারী সংশ্লিষ্ট দুর্নীতির সাত ধরনের অভিযোগ অনুসন্ধান করতে পারে দুদক। এ আইনেরই ফাঁক গলে অনুসন্ধানের জাল থেকে বেরিয়ে গেছেন ৮০ জনের বেশি সরকারি কর্মকর্তা-কর্মচারী। অনুসন্ধান ও তদন্ত পরিসংখ্যানে দেখা যায়, ২০২২ সালে অনুসন্ধানের জন্য আমলে নেওয়া ৫২ ভাগ অভিযোগই নথিভুক্তি বা পরিসমাপ্তির (অভিযোগ অব্যাহতি) মাধ্যমে নিষ্পত্তি করা হয়েছে। অর্থাৎ অনুসন্ধান শুরু করেও ৫৮১টি অভিযোগ থেকে সংশ্লিষ্টদের অব্যাহতি বা ছেড়ে