দুদিন ধরে কিশোর সাদমান সাদিক নিখোঁজ

2 hours ago 2
পাবনার বেড়া উপজেলায় এক মানসিক প্রতিবন্ধী কিশোর নিখোঁজ হয়েছে। নিখোঁজ কিশোরের নাম মো. সাদমান সাদিক সানি (১৫)। সে বেড়া পৌরসভার ৯নং ওয়ার্ডের আলহেরা নগর এলাকার মো. রুহুল আমিন ও মোছা. বাকিয়া আক্তার নিলা দম্পতির ছেলে। পরিবার সূত্রে জানা যায়, বুধবার (০৫ নভেম্বর) সকাল ৭টার দিকে বেড়া হাসপাতাল সংলগ্ন তিনমাথা মোড় এলাকা থেকে হঠাৎ করে নিখোঁজ হয় সাদমান। দুদিন পেরিয়ে গেলেও তার কোনো সন্ধান পাওয়া যায়নি। আত্মীয়স্বজন ও স্থানীয়রা সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজি করেও ব্যর্থ হয়েছেন। আরও জানা যায়, সাদমান মানসিকভাবে অসুস্থ এবং কথা বলার সময় আঞ্চলিক ভাষা ব্যবহার করে। তার পরনে ছিল সাদা রঙের টুপি, নীল পাঞ্জাবি, নীল ট্রাউজার ও খয়েরি রঙের স্যান্ডেল। উচ্চতা আনুমানিক ৫ ফুট ৭ ইঞ্চি, গায়ের রং ফর্সা, ওজন প্রায় ৫৫ কেজি। এ ঘটনায় নিখোঁজের চাচা মো. আল আমিন বেড়া থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বেড়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হাবিবুল ইসলাম জিডির বিষয়টি সত্যতা নিশ্চিত করে বলেন, এরই মধ্যে আমরা ওই কিশোরকে খুঁজে পেতে কাজ করছি। তার বর্তমান অবস্থান ঢাকায় বলে প্রাথমিকভাবে জানতে পেরেছি। আমরা উদ্ধারে কাজ করছি।
Read Entire Article