দুদিনে নৌদুর্ঘটনায় কঙ্গোতে প্রায় ২০০ মৃত্যু

1 day ago 6

কঙ্গোর উত্তর-পশ্চিমাঞ্চলে দুই দিনে ভয়াবহ নৌ দুর্ঘটনায় কমপক্ষে ১৯৩ জনের মৃত্যু হয়েছে এবং বহু মানুষ নিখোঁজ রয়েছেন। শুক্রবার (১২ সেপ্টেম্বর) কর্তৃপক্ষ ও রাষ্ট্রীয় গণমাধ্যম এ তথ্য নিশ্চিত করেছে। খবর সিবিএস নিউজের।

বুধবার (১০ সেপ্টেম্বর) ও বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) প্রায় ১৫০ কিলোমিটার দূরত্বে দুটি পৃথক দুর্ঘটনা ঘটে।

বৃহস্পতিবার রাতে ইকুয়েতুর লুকোলেলা অঞ্চলের মালাঞ্জে গ্রামের কাছে প্রায় ৫০০ যাত্রী নিয়ে যাওয়া একটি বড় নৌকা আগুন ধরে উল্টে যায়। এতে ২০৯ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হলেও বাকিদের খোঁজ মেলেনি।

এর আগের দিন, বুধবার, একই প্রদেশের বাসানকুসু অঞ্চলে একটি মোটরচালিত নৌকা ডুবে অন্তত ৮৬ জন নিহত হন। তাদের অধিকাংশই ছিলেন ছাত্রছাত্রী। অনেকেই এখনও নিখোঁজ।

কর্তৃপক্ষ জানিয়েছে, বুধবারের দুর্ঘটনাটি অতিরিক্ত যাত্রী বোঝাই ও রাতে চলাচলের কারণে ঘটেছিল। স্থানীয় সামাজিক সংগঠন দাবি করেছে, সরকারি অবহেলার কারণে দুর্ঘটনা ঘটেছে এবং নিহতের সংখ্যা আরও বেশি হতে পারে।

কেন্দ্রীয় আফ্রিকার এই দেশে নৌ দুর্ঘটনা এখন নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে। কারণ, সীমিত সড়কপথ এড়িয়ে মানুষ সস্তা কাঠের নৌকা ব্যবহার করছে, যা প্রায়ই অতিরিক্ত যাত্রীতে ভরে যায়। নিরাপত্তা ব্যবস্থা না থাকায় ও জীবন রক্ষাকারী জ্যাকেট না থাকায় প্রাণহানির সংখ্যা বাড়ছে।

Read Entire Article