দুপুরে ইসলামী আন্দোলনের বৈঠক, সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ ঘোষণা হবে। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসন সমঝোতায় থাকবে কি না এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী মজলিসের বৈঠকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ। তিনি জাগো নিউজকে বলেন, আজ জোহরের নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠক হবে। সেখানে সমঝোতায় থাকবো কি থাকবো না, সেটা চূড়ান্ত হবে। আমাদের বৈঠক প্রায় আছর পর্যন্ত হতে পারে। বিকেল সাড়ে ৪টার দিকে ১১ দলের ডাকা সংবাদ সন্মেলনে যাবো কি না, সেটাও আমাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে। এর আগে মঙ্গলবার সমঝোতার বিষয়ে সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি। আরএএস/এসএনআর/এমএস

দুপুরে ইসলামী আন্দোলনের বৈঠক, সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জামায়াতে ইসলামীসহ ১১ দলের আসন সমঝোতা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত আজ ঘোষণা হবে। এদিকে, ইসলামী আন্দোলন বাংলাদেশ এই আসন সমঝোতায় থাকবে কি না এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে দলটির সর্বোচ্চ নীতিনির্ধারণী মজলিসের বৈঠকে সমঝোতার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ মাওলানা ইউনুছ আহমাদ।

তিনি জাগো নিউজকে বলেন, আজ জোহরের নামাজের পর কেন্দ্রীয় কার্যালয়ে আমাদের সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম মজলিসে আমেলার বৈঠক হবে। সেখানে সমঝোতায় থাকবো কি থাকবো না, সেটা চূড়ান্ত হবে। আমাদের বৈঠক প্রায় আছর পর্যন্ত হতে পারে। বিকেল সাড়ে ৪টার দিকে ১১ দলের ডাকা সংবাদ সন্মেলনে যাবো কি না, সেটাও আমাদের বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হবে।

এর আগে মঙ্গলবার সমঝোতার বিষয়ে সন্ধ্যার পর বৈঠকে বসেছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। মধ্যরাত পর্যন্ত বৈঠক চললেও দলটি চূড়ান্ত সিদ্ধান্ত নিতে পারেনি।

আরএএস/এসএনআর/এমএস

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow