দুপুরের মধ্যে বজ্রসহ বৃষ্টির শঙ্কা

1 week ago 20

বসন্তের আগমনে প্রকৃতি যখন ব্যস্ত ঠিক তখনি দেশের বিভিন্ন বিভাগে বৃষ্টির সম্ভাবনা দেখছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু বিষয়ক গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১৯ ফেব্রুয়ারি) নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে এ বিষয়ক একটি পোস্ট করেন তিনি।

পোস্টে তিনি লেখেন, ‘আজ বুধবার (১৯ ফেব্রুয়ারি) সকাল ১০টার পর থেকে দুপুর ১টার মধ্যে বরিশাল বিভাগের সব জেলার উপর দিয়ে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করার প্রবল আশঙ্কা করা যাচ্ছে।

একই সময়ে খুলনা বিভাগের খুলনা ও বাগেরহাট জেলার উপর দিয়েও বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত অতিক্রম করতে যাচ্ছে।’

Read Entire Article