দুরন্ত স্পোর্টস গ্যালারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ শুরু

2 hours ago 7

‘দুরন্ত স্পোর্টস গ্যালারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫’ শুরু হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) রাজধানীর পল’স ফিটনেস সেন্টারে এই ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের উদ্বোধন অনুষ্ঠিত হয়। জানুয়ারি মাসজুড়ে এই টুর্নামেন্ট চলবে।

দুরন্ত স্পোর্টস গ্যালারির আয়োজনে ‘দুরন্ত স্পোর্টস গ্যালারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ ২০২৫’ এ কো-পার্টনার হিসেবে দুরন্ত বাইসাইকেল, পাওয়ার্ড বাই ক্লিক এবং ভেন্যু পার্টনার হিসেবে পল’স ফিটনেস সেন্টার যুক্ত রয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পল’স ফিটনেস সেন্টারের স্বত্বাধিকারী এবং আরএফএল রিটেইল-এর চিফ অপারেটিং অফিসার (সিওও) রাহাত জাহান শামীম। অতিথিরা আনুষ্ঠানিকভাবে ব্যাডমিন্টন খেলে এই চ্যাম্পিয়নশিপের উদ্বোধন করেন।

jagonews24

অনুষ্ঠানে অন্যদের মধ্যে দুরন্ত স্পোর্টস গ্যালারির হেড অফ বিজনেস মো. সিরাজুল গনি মনজু, আরএফএল রিটেইল-এর হেড অফ মার্কেটিং শফিক শাহিন এবং দুরন্ত বাইসাইকেলের হেড অফ মার্কেটিং মো. শরিফুল ইসলাম উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

আরএফএল রিটেইল-এর হেড অফ মার্কেটিং শফিক শাহিন বলেন, দুরন্ত স্পোর্টস গ্যালারি সবসময় দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপের মতো এই আয়োজন তরুণ প্রজন্মকে খেলাধুলার প্রতি আরও উৎসাহী করে তুলবে। আমাদের লক্ষ্য ক্রীড়াক্ষেত্রে নতুন প্রতিভা তৈরি করা এবং দেশের ক্রীড়াঙ্গনের বিকাশে অবদান রাখা।

jagonews24

অনুষ্ঠানে বক্তারা দুরন্ত স্পোর্টস গ্যালারির ক্রীড়াক্ষেত্রে অবদানের প্রশংসা করেন এবং দেশের ক্রীড়াঙ্গনের উন্নয়নে ভবিষ্যতে এ ধরনের আরও উদ্যোগ গ্রহণের আহ্বান জানান।

আয়োজকরা আশা প্রকাশ করেন, ২০২৫ সালের অন্যতম ক্রীড়া উৎসবে পরিণত হতে যাচ্ছে বলে দুরন্ত স্পোর্টস গ্যালারি ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশিপ।

অংশগ্রহণকারীরাও মনে করছেন, এই চ্যাম্পিয়নশিপের মাধ্যমে তরুণ খেলোয়াড়দের প্রতিভা বিকাশের সুযোগ তৈরি হবে।

ইএ

 

Read Entire Article