দুরাবস্থার শিকার হয়ে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন

3 months ago 59

জাতীয়তাবাদী কৃষকদলের সভাপতি হাসান জাফির তুহিন বলেছেন, বাংলাদেশের কোনো শ্রেণি-পেশার মানুষ ভালো নেই। সবচেয়ে খারাপ অবস্থা কৃষকদের। সরকার বলেছিলো কৃষককে বিনামূল্যে সার দেবে, ঘরে ঘরে চাকরি দিবে। অথচ কৃষিকাজ এখন একটি অলাভজনক পেশা। দুরাবস্থার শিকার হয়ে কৃষকরা আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন।

রোববার (৯ জুন) বিকেলে ফরিদপুরে জাতীয়তাবাদী কৃষকদলের উদ্যোগে আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সম্মাননা প্রদান ও মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের গোয়ালচামটে বীরশ্রেষ্ঠ মুন্সি আব্দুর রউফ অডিটোরিয়ামে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান বক্তা হিসেবে কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বলেন, আজকে ১৭ বছর যাবত বাংলাদেশের মানুষ জুলুম-নির্যাতনের শিকার হচ্ছেন। এই দুঃশাসনের অবসান হবে ইনশাআল্লাহ।

জেলা কৃষকদলের ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম ভিপি শহিদের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ঈসা, সদস্য সচিব একেএম কিবরিয়া স্বপন, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি খন্দকার নাসিরুল ইসলাম, যুবদলের কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি মাহবুবুল হাসান ভুঁইয়া পিংকু, মহিলা দলের যুগ্ম সম্পাদক চৌধুরী নায়াব ইউসুফ, কৃষকদলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলমগীর কবির, মহানগর বিএনপির সদস্য সচিব গোলাম মোস্তফা মিরাজ, কৃষকদলের যুগ্ম সম্পাদক ফজলে হুদা বাবু, ঢাকা মহানগর উত্তর কৃষকদলের আহ্বায়ক শফিকুল ইসলাম মিঠু, যোগাযোগ বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট নাসিরুদ্দিন ব্যাপারি, সহ-সম্পাদক মেহেদি হাসান রেজা পারভেজ, কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক মিয়া হাসান, জেলা যুবদলের সভাপতি রাজিব হোসেন, জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক তানজিমুল হাসান কায়েস, মহানগর ছাত্রদলের সভাপতি ক্যাপ্টেন সোহাগ প্রমুখ।

সভা পরিচালনা করেন জেলা কৃষকদলের সাধারণ সম্পাদক মুরাদ হোসেন ও কৃষকদলের কেন্দ্রীয় কমিটির সহ-শিক্ষা বিষয়ক সম্পাদক রাজিবুল ইসলাম।

মতবিনিময় সভা শেষে আন্দোলনে ক্ষতিগ্রস্ত নেতাকর্মীদের সম্মাননা এবং কারাবরণকারীদের ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।

এদিকে, কৃষকদলের এ সভায় যোগদানের পথে মধুখালীর কৃষকদল নেতা তানভীর আহমেদ শিমুলকে গ্রেফতারের অভিযোগ করে নেতারা এর নিন্দা জানান।

এন কে বি নয়ন/এনআইবি/জেআইএম

Read Entire Article