সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে টানা আট দিন বন্ধ থাকবে চাঁপাইনবাবগঞ্জের সোনামসজিদ স্থলবন্দর।
আগামী শুক্রবার (২৬ সেপ্টেম্বর) থেকে ৩ অক্টোবর (শুক্রবার) পর্যন্ত বন্দরে আমদানি ও রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে।
এ সময় স্থলবন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকলেও চালু থাকবে ইমিগ্রেশনের কার্যক্রম ।
সোনামসজিদ বন্দর পরিচালনাকারী পানামা পোর্ট লিংক লিমিটেডের ব্যবস্থাপক মো. মাইনুল ইসলাম জানান, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে সরকারি ছুটি, সাপ্তাহিক ছুটি ও ভারতের মহদিপুর রপ্তানিকারক সমিতির ছুটির কারণে সোনামসজিদ বন্দরে টানা আট দিন বন্ধ থাকবে আমদানি-রপ্তানি। আগামী ৪ অক্টোবর (শনিবার) থেকে পুনরায় বন্দরে স্বাভাবিক কার্যক্রম চালু হবে।
তবে স্থলবন্দরের কার্যক্রম আট দিন বন্ধ থাকলেও সোনামসজিদ ইমিগ্রেশনে কার্যক্রম স্বাভাবিকভাবে চলবে।
এ বিষয়ে ইমিগ্রেশনের পরিদর্শক এসআই জামিরুল ইসলাম জানান, পাসপোর্টধারী ভারত ও বাংলাদেশের যাত্রীদের যাতায়াত যথারীতি চালু থাকবে।