দুর্গাপূজায় ২৪ সেপ্টেম্বর থেকে মাঠে থাকবে আইনশৃঙ্খলা বাহিনী: স্বরাষ্ট্র উপদেষ্টা

1 hour ago 3

আসন্ন দুর্গাপূজা উপলক্ষে আগামী ২৪ সেপ্টেম্বর থেকে দেশজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

রোববার (২১ সেপ্টেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আইনশৃঙ্খলা সংক্রান্ত উপদেষ্টা পরিষদের সভা শেষে এসব কথা বলেন তিনি।

সভায় স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, পূজার সময় নিরাপত্তা নিশ্চিত করতে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় থেকে ৮০ হাজার স্বেচ্ছাসেবী নিয়োগ দেওয়া হবে। পূজা যেহেতু ধর্মীয় পবিত্র অনুষ্ঠান সেহেতু আমাদের সবার সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, বিভিন্ন রুটে আমাদের দেশে মাদক প্রবেশ করছে কিন্তু এর পরিবর্তে চাল, সার ও ওষুধ চলে যাচ্ছে। শুধু কক্সবাজার ও চট্টগ্রাম রুটেই না বরিশাল ও বরগুনার সমুদ্র নিকটবর্তী নৌরুটেও চাল ও সার চলে যাচ্ছে।

উপদেষ্টা আরও জানান, আরাকান আর্মিরা মাদকের ওপর ভিত্তি করে বেঁচে আছে। দেশের বিভিন্ন রুটে মাদকের প্রবেশের বিষয়ে সরকার সতর্ক রয়েছে। 
বর্তমানে মাদক প্রচুর পরিমাণে ধরা হচ্ছে। ফলে মাদকের দামও বেড়ে গেছে।

তিনি আরও বলেন, সারা দেশে কৃষকরা আলুর দাম পাচ্ছে না। কৃষকরা ন্যায্যমূল্য না পেলে তারা যদি আগামীতে আলু চাষ না করে তাহলে আলুর দাম বাড়বে।

উপদেষ্টা জানান, এ বছরে প্রতিমা ভাঙার সংখ্যা অনেক কমেছে এবং যেসব এলাকায় প্রতিমা ভাঙার ঘটনা ঘটেছে, সেগুলো সিসি ক্যামেরার মাধ্যমে শনাক্ত করা হচ্ছে। দুর্গাপূজা উপলক্ষে ২৪ সেপ্টেম্বর থেকে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা মাঠে থাকবে।

Read Entire Article