দুর্ঘটনায় হাবিপ্রবির ল্যাব টেকনিশিয়ানের মৃত্যু

2 months ago 50
দিনাজপুর-দশমাইল মহাসড়কে ট্রাক ও মোটরসাইকেলের সংঘর্ষে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) ল্যাবরেটরি টেকনিশিয়ান মারা গেছেন। নিহতের নাম আব্দুল মান্নান (৪৪)। সোমবার (১৮ নভেম্বর) বিকালে এই দুর্ঘটনা ঘটে। আব্দুল মান্নান বিশ্ববিদ্যালয়ের মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের সিনিয়র ল্যাব টেকনিশিয়ান হিসেবে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শামসুজ্জোহা জানান, মোটরসাইকেলকে ওভারটেক করতে গিয়ে ট্রাক ও মোটরসাইকেলের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিনি নিহত হন। তার মরদেহ পুলিশের মাধ্যমে দিনাজপুর মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
Read Entire Article