দুর্দান্ত গোলের পর বার্সা ও অ্যাথলেটিকোকে এমবাপ্পের হুঁশিয়ারি

2 weeks ago 11

রিয়াল মাদ্রিদের ফরাসি তারকা কিলিয়ান এমবাপ্পে স্বীকার করেছেন যে, অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে পেনাল্টি মিসের পর তিনি জীবনের সবচেয়ে কঠিন সময় পার করেছেন। তবে এখন তিনি নিজেকে নতুন করে গড়ে তুলে লস ব্ল্যাঙ্কোসের হয়ে সেরা পারফর্ম দেওয়ার জন্য প্রস্তুত।    

রোববার সেভিয়ার বিপক্ষে রিয়াল মাদ্রিদের ৪-২ গোলের জয়ে প্রথম গোলটি করে দলের জয়ে ভূমিকা রাখেন এমবাপ্পে। গত কয়েক মাসে সান্তিয়াগো বার্নাব্যুতে তার শুরুর পারফরম্যান্স নিয়ে সমালোচনা হলেও, সময়ের সঙ্গে সঙ্গে তিনি তার আসল রূপে ফিরতে শুরু করেছেন। 

ম্যাচের পর রিয়াল মাদ্রিদ টিভিকে দেওয়া সাক্ষাৎকারে এমবাপ্পে বলেন, ‘আমি আরও ভালো কিছু করতে পারি। আমার মধ্যে আরও অনেক কিছু দেওয়ার ক্ষমতা রয়েছে। গত কয়েক ম্যাচে আমি আরও ভালো খেলেছি। বিলবাওয়ের বিপক্ষে সেই ম্যাচটি ছিল আমার জন্য টার্নিং পয়েন্ট। পেনাল্টি মিস করার পর আমি বুঝতে পেরেছি যে, আমাকে এই ক্লাবের জন্য সর্বস্ব দিতে হবে এবং আরও বেশি দায়িত্ব নিয়ে খেলতে হবে।’

‘এখন আমি আমার সতীর্থদের সঙ্গে আরও ভালোভাবে মানিয়ে নিতে পেরেছি। কোচ কার্লো আনচেলত্তি বলেছেন যে, আমার মানিয়ে নেওয়ার সময় শেষ হয়েছে, এবং এখন আমি পুরোপুরি প্রস্তুত। মাঠে দেখা যাচ্ছে যে, আমরা একে অপরকে ভালোভাবে বুঝতে পারছি এবং পুরো দলই এখন আরও ভালো খেলছে।’ 

স্প্যানিশ চ্যাম্পিয়নরা এখন একটি সংক্ষিপ্ত শীতকালীন বিরতিতে যাবে। তারা আবার মাঠে ফিরবে আগামী ৩ জানুয়ারি, লা লিগার ম্যাচে ভ্যালেন্সিয়ার বিপক্ষে প্রতিদ্বন্দ্বিতা করতে। 

কিলিয়ান এমবাপ্পের এই প্রত্যাবর্তন রিয়াল মাদ্রিদের জন্য শুধু ইতিবাচক বার্তা বয়ে আনবে না, বরং লা লিগার শিরোপা দৌড়ে বার্সেলোনা ও অ্যাথলেটিকো মাদ্রিদের জন্য হুমকি হয়ে উঠতে পারে। 

Read Entire Article