দুর্দান্ত জয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে ভারত

4 hours ago 5

অসাধারণ ব্যাটিং আর নিয়ন্ত্রিত বোলিংয়ের সমন্বয়ে ভারত চার উইকেটের দাপুটে জয়ে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে পৌঁছে গেছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত প্রথম সেমিফাইনালে অস্ট্রেলিয়াকে ২৬৪ রানে অলআউট করার পর ১১ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল।

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় অস্ট্রেলিয়া। ওপেনার ট্রাভিস হেডের (৩৯) ঝড়ো শুরু করলেও ভারতীয় স্পিনারদের বুদ্ধিদীপ্ত বোলিংয়ের সামনে সুবিধা করতে পারেননি বাকি ব্যাটাররা। দলের হয়ে সর্বোচ্চ ৭৩ রান করেন স্টিভেন স্মিথ। এছাড়া অ্যালেক্স ক্যারি (৬১) গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন।

ভারতের বোলিং ইউনিট দুর্দান্ত পারফর্ম করে। মোহাম্মদ শামি ১০ ওভারে ৪৮ রানে ৩ উইকেট নেন, সঙ্গে ছিলেন রবীন্দ্র জাদেজা ও বরুণ চক্রবর্তী, দুজনই নেন ২টি করে উইকেট। ফলে ৪৯.৩ ওভারে ২৬৪ রানেই থামে অস্ট্রেলিয়া।

২৬৫ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ভারত শুরুতেই ধাক্কা খায়। শুভমান গিল (৮) ও রোহিত শর্মা (২৮) দ্রুত ফিরে গেলে কিছুটা চাপে পড়ে দল। তবে বিরাট কোহলি (৮৪) ও শ্রেয়াস আইয়ার (৪৫) ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। পরে লোকেশ রাহুল (৪২*) ও হার্দিক পান্ডিয়া (২৮) কার্যকরী ইনিংস খেলে দলকে লক্ষ্যে পৌঁছে দেন।

অস্ট্রেলিয়ার হয়ে নাথান এলিস ও অ্যাডাম জাম্পা ২টি করে উইকেট নেন। তবে বড় স্কোর রক্ষা করতে পারেনি দলটি।

এই জয়ের ফলে ভারত এবার চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপার এক ধাপ দূরে। ফাইনালে তারা কার বিপক্ষে খেলবে, তা নির্ধারিত হবে দ্বিতীয় সেমিফাইনালের পর।

Read Entire Article