দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে : ইসলামী সমাজ
দুর্নীতি ও বৈষম্য বৃদ্ধি পাওয়ায় দুর্ভোগ বাড়ছে বলে মন্তব্য করেছেন ইসলামী সমাজের আমির সৈয়দ হুমায়ুন কবীর। তিনি বলেছেন, ‘দুর্নীতি ও বৈষম্যের মাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। যার কারণে জনজীবনে দুর্ভোগ ও অশান্তি বিরাজ করছে। এই সংকট সমাধানের একমাত্র পথ সমাজ ও রাষ্ট্রে ইসলামী অনুশাসন অনুসরণ।’
রোববার (১৯ অক্টোবর) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ইসলামী সমাজ আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।
সৈয়দ হুমায়ুন কবীর বলেন, ‘আল কোরআনকে সংবিধান গ্রহণ করে সমাজ ও রাষ্ট্র পরিচালিত হলে সুশাসন ও ন্যায়বিচার প্রতিষ্ঠা হবে। সব ধর্মের মানুষের জন্য সকল ন্যায্য অধিকার আদায় ও সংরক্ষণ হবে। সকল ধর্মের মানুষ যার যার ধর্ম শান্তিপূর্ণভাবে পালন করতে পারবে। সেজন্য দুর্নীতি ও বৈষম্যমুক্ত ইনসাফভিত্তিক সমাজ ও রাষ্ট্র গঠিত হতে হবে।’
এ সময় সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে তিন দফা কর্মসূচি ঘোষণা করেন ইসলামী সমাজের আমির। কর্মসূচি অনুযায়ী, প্রথম দফায় আগামী নভেম্বর ও ডিসেম্বরে ঢাকা মহানগরীর প্রতিটি থানায় শান্তিপূর্ণ গণসংযোগ ও মিছিল। দ্বিতীয় দফায় রংপুর, সিলেট, বরিশাল, চট্টগ্রাম, খুলনা, কুমিল্লা, নারায়ণগঞ্জ ও কুষ্টিয়া জেলা শহরে কোরআনবিরোধী সংবিধান মূলোৎপাটন সমাবেশ এবং তৃতীয় দফায় ঈমানদার ও আমলে সালেহকারী লোক গঠনে কোরআন ও সুন্নাহভিত্তিক সঠিক জ্ঞানার্জনের লক্ষ্যে দেশব্যাপী প্রশিক্ষণ বৈঠক।
ইসলামী সমাজের ঢাকা মহানগরীর দায়িত্বশীল মুহাম্মদ ইয়াছিনের সঞ্চালনায় এসময় আরও বক্তব্য রাখেন, মুহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সোলায়মান কবীর, আমীর মোহাম্মদ, মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

5 days ago
15









English (US) ·