দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা বিএনপির: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, দেশে দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলের রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জনগণের আস্থা অর্জন করতে না পারলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। বিভাজন ও বিভক্তি রেখে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি। তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। দলীয় দৃষ্টিকোণ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, দুর্নীতি প্রতিরোধে বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে স্বাবলম্বী মা ও স্বাবলম্বী পরিবার গড়তে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে। শিক্ষা খাতের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, স্কুল পর্যায়ে একাধিক ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীরা নিজেরাই নির্ধারণ করবে কোন ভাষা তারা শিখতে চায়। ইংরেজির পাশাপাশি আরও একটি অতিরিক্ত ভাষা শেখা বাধ্যত

দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা বিএনপির: তারেক রহমান

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দাবি করেছেন, দেশে দুর্নীতি দমনে সবচেয়ে বড় ভূমিকা রেখেছে বিএনপি। মঙ্গলবার (৯ ডিসেম্বর) বিকেলের রাজধানীর খামারবাড়ির কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে আয়োজিত ‘বাংলাদেশ গড়ার পরিকল্পনা’ শীর্ষক মতবিনিময় সভার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, দেশ ও জনগণের আস্থা অর্জন করতে না পারলে ভবিষ্যতে দেশের অস্তিত্ব নিয়ে প্রশ্ন দেখা দিতে পারে। বিভাজন ও বিভক্তি রেখে রাষ্ট্রকে এগিয়ে নিয়ে যাওয়া সম্ভব নয় বলেও মন্তব্য করেন তিনি।

তারেক রহমান বলেন, যেকোনো মূল্যে দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হবে। দলীয় দৃষ্টিকোণ নয়, বরং আইনের শাসন প্রতিষ্ঠার মাধ্যমেই বিচার নিশ্চিত করা হবে। তিনি দাবি করেন, দুর্নীতি প্রতিরোধে বিএনপিই সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এবং ভবিষ্যতে সরকার গঠন করতে পারলে স্বাবলম্বী মা ও স্বাবলম্বী পরিবার গড়তে বিশেষ পরিকল্পনা হাতে নেওয়া হবে।

শিক্ষা খাতের পরিকল্পনার কথা উল্লেখ করে তিনি জানান, স্কুল পর্যায়ে একাধিক ভাষা শেখা বাধ্যতামূলক করা হবে। শিক্ষার্থীরা নিজেরাই নির্ধারণ করবে কোন ভাষা তারা শিখতে চায়। ইংরেজির পাশাপাশি আরও একটি অতিরিক্ত ভাষা শেখা বাধ্যতামূলক করার কথা বলেন তিনি।

তরুণদের বিদেশে কর্মসংস্থানের সুযোগ বাড়াতে প্রশিক্ষণ দিয়ে দক্ষ করে পাঠানোর পরিকল্পনার কথাও তুলে ধরেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তিনি আরও বলেন, ক্ষমতায় গেলে চার কোটি পরিবারকে ‘ফ্যামিলি কার্ড’ দেওয়া হবে, যাতে রাষ্ট্রীয় সুবিধা সহজে জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়া যায়।

দেশব্যাপী প্রায় তিন লাখ মসজিদের ইমাম ও মুয়াজ্জিনদের সামাজিক স্বীকৃতি দেওয়ার প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন তিনি। অনেকেই নানা প্রতিশ্রুতি দিলেও কীভাবে দেশ পরিচালনা করবে তার বিস্তারিত পরিকল্পনা বিএনপি ছাড়া আর কেউ উপস্থাপন করতে পারেনি বলেও মন্তব্য করেন তারেক রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow