দুর্নীতি মামলায় অব্যাহতি পেলেন জামায়াত নেতা গোলাম পরওয়ার

1 month ago 11

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলা থেকে অব্যাহতি পেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।

বুধবার (২৭ নভেম্বর) দুদকের দেওয়া চূড়ান্ত প্রতিবেদন গ্রহণ করে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ মো. জাকির হোসেন তাকে মামলার দায় হতে অব্যাহতি দেন।

মামলার এজাহার সূত্রে জানা যায়, জ্ঞাত আয়ের সঙ্গে অসঙ্গতিপূর্ণ ৯ লাখ ৩০ হাজার ৪৭৩ টাকা অর্জনপূর্বক তা দখলে রাখার অভিযোগ ২০১৭ সালের ১২ এপ্রিল রমনা থানায় অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার বিরুদ্ধে মামলা দায়ের করেন দুদকের তৎকালীন উপ-পরিচালক মো. ফরিদ আহমেদ পাটোয়ারী। তদন্ত শেষে চলতি বছরের ৩ সেপ্টেম্বর তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা না পেয়ে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে দুদক।

জেএ/বিএ/জিকেএস

Read Entire Article