দুর্নীতি মামলায় সাবেক বিচারপতি জয়নুলের বিরুদ্ধে সাক্ষ্য শুরু

3 months ago 48

অবৈধ সম্পদ অর্জনের মামলায় সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি মো. জয়নুল আবেদীন ও তার ছেলে মো. ফয়সাল আবেদীনের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। বৃহস্পতিবার (৩০ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৮ এর বিচারক মো. বদরুল আলম ভূঁঞার আদালতে এ মামলায় প্রথম সাক্ষী দেন মামলার বাদী দুর্নীতি দমন কমিশনের উপ-পরিচালক মো. হাফিজুর রহমান।

এদিন তার সাক্ষ্য শেষ না হওয়ায় আগামী ৩০ জুন পরবর্তী সাক্ষ্যগ্রহণের জন্য দিন ধার্য করা হয়েছে।

এর আগে ৩১ মার্চ এ মামলায় অভিযোগ গঠন করে আনুষ্ঠানিক বিচার শুরু করেন আদালত। একই সঙ্গে পলাতক থাকায় বিচারপতি মো. জয়নুল আবেদীনের ছেলে মো. ফয়সাল আবেদীনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন বিচারক।

আরও পড়ুন

জানা গেছে, ২০১৯ সালের ২১ জুলাই অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে জয়নুল আবেদীনের বিরুদ্ধে মামলা করে দুদক। সম্প্রতি মামলার তদন্ত কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক গোলাম মাওলা দুজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

মামলার অভিযোগে বলা হয়, জয়নুল আবেদীনের পারিবারিক ও অন্যান্য আয়সহ সর্বমোট অর্জিত সম্পদ ১ কোটি ৯৭ লাখ ১৩ হাজার ২১৩ টাকা। এর বিপরীতে আয়ের উৎস পাওয়া যায় ১ কোটি ৮৭ লাখ ৬৩ হাজার ৩০৪ টাকার। তার আয়ের তুলনায় ৯ লাখ ৪৯ হাজার ৯০৯ টাকা বেশি সম্পদের তথ্য পাওয়া যায়।

মামলার অভিযোগে আরও বলা হয়, জয়নুল আবেদীন তার ছেলেকে ২৬ লাখ টাকা ঋণ দিয়েছিলেন, যা তার ছেলে ফয়সাল আবেদীনের আয়কর নথিতে উল্লেখ রয়েছে। কিন্তু বিচারপতির আয়কর রিটার্নে ২৬ লাখ টাকা ঋণ দান এবং ফেরত প্রাপ্তির কোনও তথ্য নেই। দুদক প্রমাণ পেয়েছে, জয়নুল আবেদীন তার অবৈধভাবে অর্জিত অর্থ বৈধ করার জন্য ২৬ লাখ টাকা ফয়সাল আবেদীনের ফ্ল্যাটে বিনিয়োগ করেন।

এছাড়া জয়নুল আবেদীন তার স্ত্রীর নামে ৭ লাখ ৪৫ হাজার টাকার স্থাবর সম্পদ থাকার হিসাব দাখিল করেন। দুদকের তদন্তে উঠে আসে জয়নুল আবেদীন ছেলেকে দেওয়া টাকাসহ মোট ৩৫ লাখ ৪৯ হাজার ৯০৯ টাকার অবৈধ সম্পদ অর্জন করে তা নিজ ভোগ দখলে রেখেছেন।

জেএ/এমআইএইচএস/জিকেএস

Read Entire Article