দুর্নীতির অভিযোগে দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণে অতিরিক্ত অর্থ আদায় এবং একক দোকান থেকে সামগ্রী কিনতে বাধ্য করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা। রোববার সকাল ১০টার দিকে দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। পাশাপাশি একটি নির্দিষ্ট দোকান থেকে এসব সামগ্রী কেনার জন্য শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। নির্ধারিত দোকানের রশিদ দেখাতে না পারলে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা। এছাড়াও নির্ধারিত দোকানে তুলনামূলক বেশি দামে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা কিনতে বাধ্য হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন। মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অনিয়ম ও দুর্নীতির

দুর্নীতির অভিযোগে দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুলের অধ্যক্ষের অপসারণ দাবিতে মানববন্ধন

খাগড়াছড়ি জেলার দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে দুর্নীতি, শিক্ষার্থীদের কাছ থেকে স্কুল ড্রেস ও শিক্ষা উপকরণে অতিরিক্ত অর্থ আদায় এবং একক দোকান থেকে সামগ্রী কিনতে বাধ্য করার অভিযোগে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগী অভিভাবক ও শিক্ষার্থীরা।

রোববার সকাল ১০টার দিকে দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শিক্ষার্থী, শিক্ষার্থীদের অভিভাবক এবং স্থানীয় সচেতন নাগরিক সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, অধ্যক্ষ মো. নজরুল ইসলাম স্কুল ব্যাগ, ড্রেস ও জুতা সরবরাহের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করছেন। পাশাপাশি একটি নির্দিষ্ট দোকান থেকে এসব সামগ্রী কেনার জন্য শিক্ষার্থীদের বাধ্য করা হচ্ছে। নির্ধারিত দোকানের রশিদ দেখাতে না পারলে শিক্ষার্থীদের পাঠ্যবই দেওয়া হচ্ছে না বলেও অভিযোগ করেন তারা।

এছাড়াও নির্ধারিত দোকানে তুলনামূলক বেশি দামে স্কুল ড্রেস, ব্যাগ ও জুতা কিনতে বাধ্য হওয়ায় তারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছেন।

মানববন্ধনে অংশগ্রহণকারীরা এসব অনিয়ম ও দুর্নীতির অভিযোগের সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেন। একই সঙ্গে অভিযুক্ত অধ্যক্ষের অপসারণসহ প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানান।

এছাড়া বক্তারা আরও অভিযোগ করেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সরকার ঘোষিত তিন দিনের রাষ্ট্রীয় শোক চলাকালীন সময়ে দীঘিনালা সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয়নি, যা রাষ্ট্রীয় নির্দেশনার প্রতি চরম অবহেলার শামিল। বিষয়টি নিয়েও তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।

দীঘিনালা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তানজিম পারভেজ বলেন, আমি সদ্য উপজেলায় যোগদান করেছি। অধ্যক্ষ মো. নজরুল ইসলামের বিরুদ্ধে একাধিক অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বসহকারে দেখা হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা দ্রুত তদন্ত ও কার্যকর পদক্ষেপ না নিলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow